• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেনেজুয়েলা ইস্যুতে সরকার-বিরোধী জোটের আলোচনা শুরু

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে ২০১৯, ০৯:১৪
ভেনিজুয়েলার
বিশাল সেনাবহর নিয়ে আরাগুয়া রাজ্যের দিকে যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। (ছবিসূত্র : প্রেস টিভি)

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার চলমান সঙ্কট নিরসনে দেশটির সরকার এবং বিরোধী দলের নেতার এক বিশেষ শান্তি আলোচনায় বসেছে। দেশটিতে ক্ষমতা দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে গত কয়েক মাস যাবত এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই আলোচনাটির শুরু হয়।

এর আগে গত শুক্রবার (১৭ মে) উত্তর ইউরোপীয় দেশ নরওয়েতে আয়োজিত সেই শান্তি আলোচনাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকারের সদস্যরা স্বাগত জানিয়েছেন।

ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় রাজ্য আরাগুয়ায় প্রায় সাড়ে ৬ হাজারের অধিক সেনা মোতায়েনের আগে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘দেশের শান্তি চুক্তি ও ঐক্য প্রচেষ্টাকে সামনের দিকে এগিয়ে নিতে এই আলোচনাটিকে আন্তরিকভাবে শুরু করা হয়েছে। এই শান্তির পথে এগিয়ে আসার জন্য আমি দেশের সকল জনগণকে সহযোগিতা করব বলে প্রতিজ্ঞা করছি।’

বিশ্বের তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম এই দেশটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আর্থ-সামাজিক সঙ্কটের সম্মুখীন হয়েছে উল্লেখ করে সমাজতান্ত্রিক এই নেতা বলেন, ‘সরকার দেশের ভেতরে শুরু হওয়া এই সংঘাত নিরসনের যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে। আমি আশা করছি খুব শিগগিরই অতি শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধান করা হবে।’

‘সরকার এখন সেই প্রচেষ্টাই চালাচ্ছে। যার অংশ হিসেবে এরই মধ্যে দেশের সকল বিরোধী দলের সঙ্গে সংলাপ শুরু হয়েছে। এবারের এই শান্তি আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যোগাযোগ মন্ত্রী জর্জ রদ্রিগুয়েজ এবং মিরান্দা রাজ্য গভর্নর হাক্টর রদ্রিগুয়েজ অংশ নিয়েছেন।’

এ দিকে চলমান সঙ্কট নিরসনে উভয় পক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে প্রথমে নরওয়ের পক্ষ থেকে জানানো হয়। যদিও দেশটির এই তথ্য প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মাথায় প্রেসিডেন্ট মাদুরো এটিকে ‘শুভ সংবাদ’ বলে উল্লেখ করেছেন এবং এর জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন :- পদত্যাগ করেছেন অস্ট্রিয়ান ভাইস চ্যান্সেলর

এর আগে ভেনেজুয়েলার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জর্জ আরিয়াজা অসলো আলোচনায় সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

সূত্র : ‘এএফপি’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড