• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত, নিখোঁজ ১১

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে ২০১৯, ১১:০৩
নাইজার
সতর্কাবস্থানে একজন নাইজারের সেনা (ছবি: এমনিউজ ওয়ার্ল্ড)

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মালি সীমান্তের কাছে জঙ্গি হামলায় অন্তত ১৭ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় পশ্চিমাঞ্চলীয় টোংগো টোংগো গ্রামে এখনো নিখোঁজ রয়েছেন আরও ১১ সেনা।

আবদুর রহমান জাকারিয়া নামে দেশটির একজন সরকারি মুখপাত্র বুধবার (১৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি জানান, মালি সীমান্তের কাছে বেশ কিছু জঙ্গি সংগঠন এখনো সক্রিয়। তারাই এ হামলা চালিয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবারের এই হামলার আগে ২০১৭ সালে এই একই জায়গায় চার মার্কিন এবং নাইজারের চার সেনাকে হত্যা করেছিল আইএস সদস্যরা। নাইজার এবং সাহেল অঞ্চলের বেশ কিছু দেশে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়ে গেছে।

জাকারিয়া নতুন এই হামলার অপরাধীদের চিহ্নিত করেননি, যা সাম্প্রতিক বছরগুলোতে নাইজারের পশ্চিমে সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে মারাত্মক ঘটনা।

জাকারিয়া বিবিসিকে জানান, সেনাবাহিনীর একটি গাড়ি ল্যান্ডমাইনের ওপর দিয়ে যাচ্ছিল। সে সময় আগে বিস্ফোরণ ঘটে। এরপরই সেখানে আমাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। হামলায় আহত ছয় সেনা রাজধানী নিয়ামির একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সাহেল অঞ্চলের নাইজার, বুরকিনা ফাসো, চাদ, মালি এবং মৌরিতানিয়া এই পাঁচটি দেশে এখনো জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে আল-কায়েদা ও ইসলামী রাষ্ট্রের সহকারীসহ জিহাদিরা।

তথ্যসূত্র: সিবিসি নিউজ

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড