• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সাথে মার্কিন যুদ্ধ ইরাকের চেয়ে বহুগুণ খারাপ হবে

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ মে ২০১৯, ২১:২১
বার্নি স্যান্ডার্স
যুদ্ধের পরিনাম বহুগুন খারাপ হবে বলেছেন বার্নি স্যান্ডার্স; (ছবি ; সংগৃহীত)

যদি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় তবে তা ওয়াশিংটনের জন্য ইরাক যুদ্ধের চেয়ে কয়েক গুন বেশি খারাপ হবে বলে মন্তব্য করেছেন আমেরিকার গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশি বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার (১৪ মে) এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি। 'সিবিসি নিউজ'

তিনি বলেন, ‘১৬ বছর আগে ইরাক আক্রমণের মধ্য দিয়ে আমাদের ইতিহাসে একটা সংঘাতিক ভুল ঘটনা ঘটিয়েছিল মার্কিন শাসকরা। এখন সেই ভুলের পুনারাবৃত্তি করতে জন বোল্টন ইরানের সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছেন। তবে আমার মতে ইরাকের সঙ্গে যুদ্ধের চেয়ে ইরানের সঙ্গে যুদ্ধ বহুগুণ খারাপ হবে।’

আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান সম্প্রতি ইরানের হুমকি মোকাবেলার জন্য মধ্যপ্রাচ্যে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন বলে নিউ ইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হওয়ার পর এমন মন্তব্য করেন স্যান্ডার্স।

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, তিনি কংগ্রেসে একটি জোট করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন যার মাধ্যমে কংগ্রেস প্রেসিডেন্টকে যে কোনও যুদ্ধে জড়ানোর আগে অনুমতি নিতে বাধ্য করবে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড