• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে যৌথ বাহিনীর হামলায় ৯ আইএস জঙ্গি নিহত

  সম্পাদকীয়

১৫ মে ২০১৯, ২০:৪৮
ইরাক
ইরাকের আনবার প্রদেশে ৯ জঙ্গি নিহত; (ছবি সংগৃহীত)

ইরাকের আনবার প্রদেশের পশ্চিমাংশে বুধবার ( ১৫ মে ) ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ জন ইসলামিক এস্টেট (আইএস) জঙ্গি নিহত হয়েছে। ‘সিনহুয়া’

ইরাকি যৌথ অভিযান কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ইরাক এবং আন্তর্জাতিক বিমান জোটের সহযোগিতায় ‘দ্য ইরাকি কাউন্টার-টেররিজম সার্ভিস’ (সিটিএস) আনবারের মরু এলাকায় অভিযান চালিয়েছে। এই অভিযানে আইএসের মূল আস্তানা, টানেল, অস্ত্রসহ প্রচুর পরিমাণ বিস্ফোরক ধ্বংস করা হয়েছে এবং ৯ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।

তবে আনবারের মরু এলাকার সাথে সিরিয়া, সৌদি আরব, জর্ডানের সীমান্ত সংযোগ থাকায় এখনো আইএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখনো ওই এলাকায় অপহরণ, হত্যাকাণ্ড চালাচ্ছে চরমপন্থিরা।

২০১৭ সালে ইরাকে আইএসদের পরাজিত করার পর ইরাকের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তবে আইএসের কিছু সদস্য এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে। ইরাকের অধিকাংশ এলাকায় শান্তি ফিরে আসলেও আনবেরসহ কিছু মরু এলাকায় মাঝেমধ্যেই গেরিলা হামলা চালায় আইএস।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড