• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় হামলার ঝুঁকিতে ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০১৯, ১০:৪২
ডোনাল্ড ট্রাম্প ও বিনিয়ামিন নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। (ছবিসূত্র : দ্য টাইমস অফ ইসরায়েল)

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্য উপসাগরের তীরে অবস্থিত তেলসমৃদ্ধ দেশ ইরানের চলমান উত্তেজনাকর পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। যে কারণে বর্তমান পরিস্থিতি নিয়ে এক রকম আতঙ্কের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

দেশটির জ্বালানি বিষয়ক মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা সামনে আরও বাড়লে খুব শিগগিরই তেলআবিবের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনই তাদের সকলের স্বার্থের কথা ভেবে যেকোনো একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যা সকলের জন্যই হবে অতি মঙ্গলকর।’

ইসরায়েলি রাষ্ট্রীয় টেলিভিশন ইয়েন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী আরও বলেছিলেন, ‘ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে কিছুটা দ্বন্দ্ব থাকে তাহলে আমি কখনই গাজা থেকে হিজবুল্লাহ এবং ইসলামী জিহাদকে সক্রিয় করতে পারব না।’

ইসরায়েলের জ্বালানীমন্ত্রী

ইসরায়েলের জ্বালানি বিষয়ক মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ। (ছবিসূত্র : আরব নিউজ)

এর আগে সম্প্রতি তেহরানকে প্রতিহতের জন্য পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী একটি রণতরী আব্রাহাম লিঙ্কন এবং বি-৫২ বোমারু যুদ্ধবিমান মোতায়েন করেছে। যদিও এর পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকার ইরানের ওপর চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদারের মাধ্যমে অতিরিক্ত চাপ সৃষ্টির চেষ্টা করছে।

নেতানিয়াহুর মন্ত্রিসভার এই সদস্য তার সাক্ষাৎকারে আরও বলেছিলেন, ‘বর্তমানে পারস্য উপসাগরের পরিস্থিতি ক্রমশ তেঁতে উঠছে। যে কারণে এখন আর আমি কোনো কিছুরই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না। ইরান ক্ষুব্ধ হয়ে যেকোনো সময়ে ইসরায়েলের দিকে মিসাইল ছুড়তেই পারে। তখন এই দুই দেশের হামলা পাল্টা-হামলার বলি আমাদেরই হতে হবে। তবে আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র এমনটা কখনই চাইবে না।’

জ্বালানি-মন্ত্রী ইউভাল স্টেইনিৎজ এও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে; ওয়াশিংটন এবং তেহরান মধ্যকার অচলাবস্থার আরও অবনতি হলে ইরানের মিত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসলামী জিহাদ আন্দোলন যেকোনো সময় তাদের রকেট দিয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে। তাই আমাদের সর্বক্ষণ এসব হামলা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।’

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড