• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাকে ৫.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

  আন্তর্জাতিক ডেস্ক

১১ মে ২০১৯, ১৮:২৯
ইরাকে ভূমিকম্প
ছবি : প্রতীকী

ইরাকের কুর্দিশ শহর সুলাইমানিয়ার নিকট ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে মার্কিন জিওলোজিক্যাল সার্ভের প্রতিবেদনে জানানো হয়। শনিবার (১১ মে) শহর থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

কোনো আঘাতের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয় চিকিৎসকরা। কর্মকর্তারা বলেন যে, কোনো গুরুত্বপূর্ণ ক্ষতি হয়নি। সুলাইমানিয়ার ভূমিকম্প পর্যবেক্ষণ অফিস জানায় এটি দরবান্দিখান শহরের কাছাকাছি ঘটেছে এবং কাছাকাছি থাকা অন্যান্য শহরগুলোতেও অনুভূত হয়।

প্রতিবেশী দেশ ইরানের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এই ভূমিকম্পটি ৫ দশমিক ১ মাত্রার ছিল এবং এজগেলেহের সীমান্তবর্তী শহরকে কাঁপিয়ে দিয়েছে কিন্তু সেখানে কোনো ক্ষতির তাৎক্ষণিক প্রতিবেদন ছিল না। প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জলিল বেলায়েতি জানান, 'এই ভূমিকম্পটি ইরাকে আঘাত হেনেছে এবং এজগেলহেতেও অনুভূত হয়েছে। আলহামদুলিল্লাহ্‌, কোনো ধরনের ক্ষয়ক্ষতির প্রতিবেদন পাওয়া যায়নি।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড