• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অজ্ঞাত রোগে নেপালে ১০ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল ২০১৯, ১৬:০৫
নেপালের অজ্ঞাতরোগ
নেপালের প্রত্যন্ত হুমলা জেলা। ছবি : সংগৃহীত

অজ্ঞাত এক রোগে নেপালের দূর-পশ্চিমাঞ্চলীয় হুমলা জেলায় এখন পর্যন্ত ১০ জন মারা যায়। সোমবার (২৯ এপ্রিল) হুম্মাম ধোলধরাজ ধাকালের চিফ জেলা অফিসার বলেন, গত এক সপ্তাহের মধ্যে প্রত্যন্ত গ্রামে একটি অজ্ঞাত রোগ ছড়িয়ে পড়লে ২০০ জন আক্রান্ত হয়ে অসুস্থ হয়, যাদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন মারা গেছে।

তিনি বলেন, নিহতদের অধিকাংশ বৃদ্ধ এবং শিশু। দূরবর্তী গ্রামগুলোতে প্রায় প্রতি বছরই অজ্ঞাত রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঠমুন্ডু থেকে ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত হুমলা জেলার তানজাকোট গ্রামীণ পৌরসভায় বেশ কয়েকটি গ্রাম অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন চিকিৎসা সেবা মোতায়েন করেছে। তিনি বলেন, 'চিকিৎসকরা অসুস্থ মানুষের চিকিৎসা শুরু করেছেন এবং আমরা আশা করি এই রোগ শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। রোগটিকে সনাক্ত করার জন্য ডাক্তাররা আক্রান্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করছেন। 'জিনহুয়া'

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড