• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকায় বন্যা ও ভূমিধসে নিহত ৬০

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, ১৯:৫৫
দক্ষিণ আফ্রিকার বন্যা
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ডারবান ও বৃহত্তর ক্বাজুলু-নাটাল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৬০ জন মারা যায় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ৬ মাস বয়সী একটি শিশু ও রয়েছে নিহতের মধ্যে। আক্রান্ত অঞ্চল সফরে গিয়ে প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা জানায়, দুর্যোগের ফলে সহস্রাধিক মানুষ স্থানচ্যুত হয়েছে।

শেষ কিছুদিনের আকস্মিক বন্যা দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু অংশে মারাত্মকভাবে আঘাত হানে। উপকূল অঞ্চলে এখনো বন্যা এবং ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই বন্যার ফলে ব্যবসা বাণিজ্য, বাড়িঘর এবং অন্তত ২টি বিশ্ববিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। প্রেসিডেন্ট বন্যার্তদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

'বিবিসি'র নোমাস মেসকো রিপোর্ট করেছেন যে, দেশটির রাষ্ট্রপতি একটি স্থানে মালা রেখেছেন যেখানে ৮জন নিহত হয়েছে। তার সঙ্গে কথা বলতে চাওয়া জনতাকে দেহরক্ষীদের তার থেকে দূরে ঠেলে সরাতে দেখা যায়। দুর্যোগস্থলে দাঁড়িয়ে তিনি বলেন, যা ঘটেছে তা দেখাটা গুরুত্বপূর্ণ ছিল। নিহতদের পরিবারের জন্য আমার সমবেদনা। এখানে যা ঘটেছে তার জন্য আমরা সবাই মর্মাহত। স্বজনদের মৃত্যু কষ্টের এবং বিশেষকরে এমন অনাকাঙ্খিত মৃত্যু আরও কষ্টের।'

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড