• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

হিন্দুরা কখনোই জঙ্গি হতে পারে না : বিজেপি

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল ২০১৯, ১২:২৯
বিজেপির সভাপতি
ভোপালের জনসভায় ভাষণ দিচ্ছেন বিজেপির সভাপতি অমিত শাহ। (ছবিসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)

চলমান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা ভারতজুড়ে বইছে ভোটের উত্তাপ। এরই মধ্যে জঙ্গিবাদের সঙ্গে হিন্দুদের সম্পৃক্ততার ইস্যুতে মুখ খুললেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘একজন হিন্দু কখনোই জঙ্গি হতে পারে না।’

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) মধ্যপ্রদেশের ভোপালে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, এবারের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ভোপাল আসনে থেকে বিজেপি থেকে একজন বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে। সাধ্বী প্রজ্ঞা নামে সেই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তিনি জঙ্গিবাদের সঙ্গে জড়িত।

যা নিয়ে বর্তমানে বিজেপির বেশ সমালোচনা করেছে দেশটির বিরোধী জোটগুলো। তাদের অভিযোগ, একজন জঙ্গিকে কীভাবে বিজেপি তাদের প্রার্থী করল। যদিও মঙ্গলবার বিরোধীদের এই অভিযোগের প্রেক্ষিতেই অমিত শাহ বলেন, ‘একজন হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। কারণ, হিন্দুধর্ম কাউকে আঘাত করার কথা শেখায় না।’

বিজেপির এ সভাপতি বিরোধীদের দিকে অভিযোগ করে বলেছেন, ‘কংগ্রেস বারংবার প্রজ্ঞাকে জঙ্গি বলে অভিযুক্ত করছে। তাই তাকে প্রার্থী করে বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে সত্যাগ্রহের রাস্তা নিল।’

একই সঙ্গে তিনি ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংয়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘হিন্দুরা কখনো জঙ্গি হতে পারে না। মধ্যপ্রদেশের জনগণই ডিগ্গি রাজাকে (দিগ্বিজয়) জবাব দেবেন। কেনোনা দিগ্বিজয়ই সব সময় হিন্দুদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলেন। আর সেটারই জবাব এবার তার বিরুদ্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পড়বে।’

এর আগে ২০০৮ সালে ভারতের মালেগাঁও শহরে এক বিধ্বংসী বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণেই প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। তিনি বর্তমানে জামিনে মুক্ত। এবার বিজেপির প্রার্থী তালিকায় তার নাম ঘোষণার পর থেকেই বিতর্ক ছড়িয়ে পড়ে সর্বত্র।

আরও পড়ুন :- ট্রেনযোগে রাশিয়ার পথে উত্তরের নেতা কিম

বিরোধীদের প্রশ্ন, সন্ত্রাসবাদে অভিযুক্ত একজনকে বিজেপি কীভাবে তাদের প্রার্থী করে? যদিও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ার আগে এখনো মানতে নারাজ প্রজ্ঞা ও তার দল বিজেপি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড