• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্ষতিপূরণ পাবেন গুজরাট দাঙ্গায় গণধর্ষণের শিকার বিলকিস বানো

  অধিকার ডেস্ক    ২৩ এপ্রিল ২০১৯, ২১:১৯

বিলকিস বানো
গুজরাট দাঙ্গায় গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানো। (ছবি : সংগৃহীত)

গুজরাট দাঙ্গায় ২০০২ সালে গণধর্ষণের শিকার হয়েছিলেন দাহদের বাসিন্দা বিলকিস বানো। সেই মামলায় ৫০ লক্ষ টাকা, সরকারি চাকরি ও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এসব ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার জন্য গুজরাট সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।

গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে ২০০২ সালের ৩ মার্চ গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে বানোর পরিবার। কিন্তু আমদাবাদের কাছে রন্ধিপুর গ্রামে দাঙ্গাবাজদের হাতে পড়ে গণধর্ষনের শিকার হন তিনি। খুন করা হয় তার পরিবারের ১১ জন সদস্যকে। বাদ যায়নি তার ৩ বছরের ছোট্ট মেয়ে সালেহা। এই ঘটনায় ২০০৮ সালে ১১ জনকে যাবজ্জীবন সাজা দেয় আদালত।

ওড/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড