• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীলঙ্কায় বোমা হামলা : আইএসের উল্লাস

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল ২০১৯, ০৯:০১
শ্রীলঙ্কায় বোমা হামলা
শ্রীলঙ্কার বোমা হামলা ইস্যুতে আইএস জঙ্গিদের উল্লাস। (ছবিসূত্র : ভাইস নিউজ)

আকস্মিক সিরিজ বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটির পৃথক গির্জা ও হোটেলে বর্বরোচিত এ হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক প্রাণহানি এবং অসংখ্য আহতের খবর পাওয়া গেছে। বর্বরোচিত এ ঘটনায় ইতোমধ্যে উল্লাস প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তাছাড়া তারা এই হামলাটিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার প্রতিশোধ হিসেবেও উল্লেখ করেছে।

অনলাইন-ভিত্তিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী গ্রুপ ‘মার্কিন সাইট ইন্টেলিজেন্সের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্যা সান' জানায়, সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে চালানো নৃশংস হামলার প্রতিশোধ স্বরূপ শ্রীলঙ্কায় এই সন্ত্রাসী হামলাটি চালানো হয়েছে। যে কারণে জঙ্গি সংগঠন আইএসের সমর্থকরা হামলার ব্যাপক প্রশংসা করেছে।

এ দিকে সৌদি-ভিত্তিক আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানায়, দেশটিতে পরিকল্পিতভাবে চালানো এই সিরিজ বোমা হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের দায় ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন জামাত আল তৌহিদ-আল-ওয়াতানিয়া নামে একটি সংগঠন। যদিও ভয়াবহ এ হামলার হুমকি দেশটির গোয়েন্দাদের কাছে আরও প্রায় ১০দিন আগে থেকেই এসেছিল।

বোমা হামলা

সিরিজ বোমা হামলায় পুরোপুরি বিধ্বস্ত শ্রীলঙ্কার চার্চ। (ছবিসূত্র : রয়টার্স)

অপরদিকে হামলায় আইএসের সমর্থন প্রসঙ্গে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের পরিচালক রিটা কাটজ বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি গোষ্ঠী আইএসের সমর্থকরা শ্রীলঙ্কায় চলমান হামলার ব্যাপক প্রশংসা করেছে। একইসঙ্গে তারা এতে অসংখ্য হতাহতের ঘটনায় উল্লাস প্রকাশ করেছে।’

‘আইএস পরিচালিত এই চ্যানেলে শ্রীলঙ্কায় বিস্ফোরণের বুনো উল্লাস করা হয়েছে। তাছাড়া এটিকে ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ হিসেবেও দেখা হচ্ছে।’

আরও পড়ুন :- শ্রীলঙ্কায় ২৯০ লাশ, গ্রেফতার ২৪

রিটা কাটজ আরও দাবি করেছেন, ‘অনলাইনে এমন প্রশংসার দ্বারা বোঝা যাচ্ছে; সম্ভবত জঙ্গি গোষ্ঠীটি এখন হামলার দায় নেওয়ার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। যদিও তাদের এ ধরনের দাবি নিউজিল্যান্ডে হামলার প্রতিশোধ হিসেবেও করা হতে পারে। আর এটা অনেক পরিকল্পিত হওয়ার সম্ভাবনাও আছে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড