• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুসলিমদের দোষারোপ করলেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

২২ এপ্রিল ২০১৯, ২১:২৭
শ্রীলংকায় আত্মঘাতী বোমা হামলা
স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সিনারত্নে হামলার জন্য দায়ী করলেন স্থানীয় মুসলিম সংগঠন এনটিজেকে। (ছবি : আল-জাজিরা)

শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৩০০ জন নিহত ও ৫০০ জন আহত হওয়ার ঘটনায় স্থানীয় মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদি জামাতকে (এনটিজে) দোষী করে বিবৃতি দিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সিনারত্নে। -খবর ‘আল-জাজিরা’র।

স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সিনারত্নে সোমবার (২১ এপ্রিল) সারা দেশে সিরিজ বোমা হামলার ঘটনাকে সিরিসেনা সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করে বলেন, গির্জা ও হোটেলে হামলা হতে পারে বলে ১৪ দিন আগে তথ্য পেলেও সে অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এই সরকার।

রাজধানী কলোম্বতে এক সংবাদ সম্মেলনে রাজিথা সিনারত্নে বলেন, ‘কট্টরপন্থি মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদি জামাতের (এনটিজে) বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার ফলস্বরূপ এই হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। আমাদের দুর্ভাগ্য এই যে নিরাপত্তা বাহিনীর নিকট এ তথ্য থাকা সত্ত্বেও আমরা হামলা প্রতিহত করতে পারিনি।’

তিনি আরও বলেন, এই ঘটনার সাথে সংযুক্ত থাকতে পারে আন্তর্জাতিক কোনো কট্টরবাদী সংগঠন। তবে নির্দিষ্ট করে কোনো আন্তর্জাতিক সংগঠনের কথা বলেননি তিনি।

এই হামলা নিয়ে এখনো কোনো সংগঠন দায় স্বীকার করেনি।

ওড/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড