• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে হাতির পাড়ায় ৫ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ২১:১৬
হাতির পাড়ায় নিহত
উড়িষ্যা রাজ্যে হাতির পাড়ায় ৫ জন নিহত। (ছবি:সংগৃহীত)

ভারতের উড়িষ্যা রাজ্যে এক বন্য হাতির পাড়ায় ৫ জন নিহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় বন্যপশু অধিদপ্তর। ‘জিনহুয়া’

আঙ্গল জেলা পুলিশ মুখমাত্র জানায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ও শুক্রবার (১৯ এপ্রিল) মধ্যরাতে উড়িষ্যার আঙ্গল জেলায় পাশাপাশি অবস্থিত দুই গ্রাম সান্ধ্যা ও সান্তাপাড়ায় এই ঘটনা ঘটেছে। ঐ বন্য হাতির পাড়ায় এক পরিবারের ৩ জন ও অন্য গ্রামে ২ জন মারা গিয়েছে।

পুলিশের তথ্য মতে, বন্য হাতি দিনের বেলায় গ্রামের বনে ঢুকে থাকত আর রাতে লোকালয়ে আসত। ভুক্তভোগীরা সবাই রাতে বারান্দায় ঘুমন্ত অবস্থায় ছিল তাই হাতির কবলে পড়েছে। বন্য হাতিটিকে শান্ত করতে বন্যপশু অধিদপ্তরের প্রায় ১২ ঘণ্টা সময় লেগেছে।

বন্যপশু অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, বনে পশুর খাবারের সংকট ছাড়াও হাতি মাঝে মাঝে পথ হারিয়ে গ্রামে ঢুকে পড়ে।

উড়িষ্যার পরিবেশবাদী সংগঠন ‘ওয়াইল্ড লাইফ সোসাইটি ওব উড়িষ্যার তথ্য মতে, গত এক বছরে হাতির পাড়ায় ৯০ জনের প্রাণহানি হয়েছে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড