• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেখতে, বলতে দাদীর মতোই প্রিয়াঙ্কা

'ইন্দিরা গান্ধী নই, তবে তার আদর্শেই দেশের সেবা করব'

  আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ১২:৪৪
ভারতের লোকসভা নির্বাচন
কানপুরের রোড শোতে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। ছবি : হিন্দুস্তান টাইমস

ভারতের রাজনীতিতে গান্ধী পরিবারের আধিপত্য কমবেশি সবার জানা, দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর পরে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সফল নেতা ছিলেন ইন্দিরা গান্ধী। চলতি বছর জানুয়ারি মাসে সক্রিয় রাজনীতিতে পা রাখা তার নাতনী প্রিয়াঙ্কা গান্ধীকে দেখে সবার কাছে ইন্দিরা গান্ধীর অবয়বই মনে আসে। কংগ্রেসের সমর্থক হোক বা বিরোধী দলের, তাঁর নীতির বিরোধিতা কেউ করুক বা না করুক, এই একটি বিষয়ে প্রায় সকলেই একমত যে, প্রিয়াঙ্কা গান্ধী কোথাও গিয়ে তাঁর সমস্ত ভাবভঙ্গি, হাসি, আদবকায়দা নিয়ে তাঁর দাদী ইন্দিরা গান্ধীর মতোই।

উত্তরপ্রদেশের কানপুরে কংগ্রেস প্রার্থী শ্রীপ্রকাশ জয়সওয়ালের হয়ে প্রচারের পর একটি বৈঠকে দলীয় কর্মীরা তাঁর সঙ্গে তাঁর দাদীর তুলনার প্রসঙ্গ তুললে শুক্রবার (১৯ এপ্রিল) এই বিষয় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেন, 'ইন্দিরাজি'র কাছে আমি কিছুই নই। কিন্তু, দেশের জন্য সেবা করার যে ইচ্ছা তিনি পোষণ করতেন, সেই একই ইচ্ছা পোষণ করি আমি ও আমার দাদা (রাহুল গান্ধী)। কেউই আমাদের কাছ থেকে সেই ইচ্ছাটুকু ছিনিয়ে নিতে পারবে না। আপনারা চান বা না চান, আমরা আপনাদের সেবা করে যাওয়ারই চেষ্টা করব।' এই কথাগুলো বলেন তিনি।'

এরপরই ওই জায়গা থেকেই বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, 'দেশের নয়, বিজেপি কেবল নিজেদের উন্নতি নিয়েই চিন্তিত। এছাড়া, ওদের আর কোনও লক্ষ্য নেই। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে। সরকার দুধরনের হয়। কেউ দেশের কথা ভাবে আর কেউ নিজেদের কথা ভাবে। বিজেপি সরকার এই দ্বিতীয় ধরনের। আত্মপ্রচার ছাড়া ওরা আর কিচ্ছু জানে না।'

কানপুরে একটি রোড-শোও করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তিনি বলেন, শাসক বিজেপির বহু প্রতিশ্রুতি সত্ত্বেও কানপুরের কোনো উন্নতিই হয়নি। তাঁর কথায়, 'ওরা তো বলেছিল কানপুরকে 'স্মার্ট সিটি' বানিয়ে দেবে। কিন্তু, আদৌ তা হলো কি? কিছুই তো করল না। যুবসমাজের কাছে কাজ নেই। ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করছে কৃষকরা। আমরা বলেছি যে, প্রতি বছর দরিদ্রদের ৭২ হাজার টাকা দেব। ওদিকে বিজেপি দাবি করেছে, অত টাকাই নেই। অথচ, বড় বড় ব্যবসায়ীদের পকেট ভরানোর জন্য বিজেপির কখনও টাকার অভাব হয় না'!

তিনি এছাড়াও নোটবাতিল ও জিএসটি প্রণয়নের সিদ্ধান্তেরও সমালোচনা করেন। তিনি বলেন, গোটা দেশের এক বিশাল সংখ্যক মানুষ সরকারের এই দুই নীতির ফলে সবদিক দিয়েই ভেঙে পড়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর মধ্যে তুলনা করে তিনি বলেন, 'এই দুজনকে ভালো করে দাঁড়িপাল্লায় বসিয়ে দেখুন। একজন কোনোকিছুই সহ্য করতে পারেন না আর অন্যজন প্রায় প্রতিদিনই অকথ্য অপমান সহ্য করে চলেছেন। বিজেপি তো রাহুল গান্ধীকে প্রতিদিন অপমান করে। তার মা, বাবা, দাদী সকলের নামেই বাজে কথা বলে যায় দিনের পর দিন। অথচ, তিনি (রাহুল গান্ধী) হাসিমুখে শুনে যান। তিনি নিজেকে প্রতিদিন আগের দিনের থেকেও বেশি উন্নত করার কথা ভাবেন। যারা তার সমালোচনা করছেন, তাদের মুখ চেপে ধরার কথা ভাবেন না। একেই বলে রাজনৈতিক প্রজ্ঞা।'

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড