• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাজ্যে দাঙ্গায় নারী সাংবাদিকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ১০:৪৪
যুক্তরাজ্যে দাঙ্গা
যুক্তরাজ্যে দাঙ্গায় নিহত নারী সাংবাদিক লিরা ম্যাককি। (ছবিসূত্র : স্কাই নিউজ)

যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ড রাজ্যের লন্ডনডেরিতে চলমান দাঙ্গায় শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে এক নারী সাংবাদিকের মৃত্যু হয়েছে। যদিও পুলিশ এটিকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অবহিত করছে।

শুক্রবার (১৯ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় রাতে স্থানীয় ‘ডিসিডেন্ট রিপাবলিকানের’ সদস্যদের ধরতে পুলিশ লন্ডনডেরির ক্রেগান এলাকায় অভিযান চালায়। তখন তাদের সঙ্গে খবর সংগ্রহের জন্য বেশি কিছু সংবাদ কর্মীও ছিলেন।

এদিকে লন্ডনডেরি পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এ দিন স্থানীয় সময় রাত ১১টার দিকে অভিযানটি পরিচালনার সময় একজন বন্দুকধারী আচমকা পুলিশের দিকে গুলি ছোঁড়ে। অভিযানের ঘটনাস্থলের খবর সংগ্রহের জন্য লিরা ম্যাককি (২৯) পুলিশের গাড়ি কাছেই দাঁড়িয়ে ছিলেন। তখন হঠাৎ একটি গুলি এসে তার শরীরে বিঁধে যায়।’

‘পরে গুলিবিদ্ধ অবস্থাতে আহত ম্যাককিকে তাৎক্ষণিক পুলিশের গাড়িতে করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।’

তিনি এও বলেছেন, ‘খুব সম্ভবত এই গুলিটি নিউ আইআরএ সদস্যদের মধ্যে কেউ চালিয়েছে। এ ঘটনায় গোয়েন্দারা ইতোমধ্যে হত্যা তদন্ত শুরু করেছেন।’

দাঙ্গার সময় এক পথচারীর তার মোবাইলে ঘটনাটির ভিডিও করেন। সেই ফুটেজে দেখা যায়, তখন সড়কে ওঁত পেতে থাকা এক ব্যক্তি আচমকা পুলিশের দিকে গুলি চালাতে থাকে। যদিও এতে তার মুখে মুখোশ থাকায় এখনও হামলাকারীর পরিচয় সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

অপরদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে নির্মম এ হত্যাকাণ্ডকে ইতোমধ্যে ‘জঘন্যতম এবং বিবেকহীন কাজ’ বলে বর্ণনা করেছেন। একইসঙ্গে তিনি এর জন্য ভীষণভাবে দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন :- ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১৩

থেরেসা মে বলেন, ‘ম্যাককি এমন একজন সাংবাদিক ছিলেন যিনি অত্যন্ত সাহসের সঙ্গে নিজের ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব পালন করেছেন। আর এবারও তিনি তার সেই দায়িত্বগুলো সততার সঙ্গে পালনের সময় মৃত্যুবরণ করেছেন।’

তাছাড়া ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট (এনইউজে) হামলায় নিহত সংবাদকর্মী ম্যাককিকে নর্দান আয়ারল্যান্ডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের মধ্যে একজন বলেও অবহিত করেছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড