• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে আহত ১৩

  আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল ২০১৯, ১০:০৬
ট্রেন লাইনচ্যুত
কানপুরে লাইনচ্যুত হওয়া ট্রেন। (ছবিসূত্র : দ্য ইকনোমিক টাইমস)

ভারতের উত্তরপ্রদেশের কানপুর জেলায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১৩ জন। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ‘এনডিটিভি’

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় মধ্যরাতে রুমা রেল স্টেশনের কাছে আচমকা দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। মূলত এর পরপরই উদ্ধার কাজ শুরু করেন কর্মীরা। লাইনচ্যুত হওয়া এই ট্রেনটির নাম ‘পূর্বা এক্সপ্রেস’।

এদিকে রুমা রেল স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘শুক্রবার রাতে ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে। পরবর্তীতে এটি রাত ১টার দিকে কানপুরের রেল স্টেশনের কাছে পৌঁছালে আচমকা ট্রেনের অন্তত ১০টি বগি লাইনচ্যুত হয়ে যায়। যার মধ্যে মোট ৪টি কামরা পুরোপুরি উল্টে যায়।’

অপরদিকে ভারতীয় রেলওয়ের এডিজি (পিআর) স্মিতা শর্মা বলেছিলেন, ‘ভয়াবহ এই দুর্ঘটনার পর আতঙ্কিত সব যাত্রীদের বের করে আনা হয়েছে। তাদের মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। তাছাড়া গুরুতর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।’

আরও পড়ুন :- যুক্তরাজ্যে দাঙ্গায় নারী সাংবাদিকের মৃত্যু

যদিও রেল কর্তৃপক্ষের দাবি, রেলের পক্ষ থেকে আটকে যাওয়া সকল যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। মূলত সেগুলোতে করেই তাদের ইতোমধ্যে কানপুর স্টেশনে আনা হয়েছে। পরবর্তীতে এই কানপুর থেকে তাদের বিশেষ ট্রেনে করে খুব শিগগিরই দিল্লি পৌঁছে দেওয়া হবে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড