• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুলার রিপোর্ট : মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ এপ্রিল ২০১৯, ২২:৩৭
মুলার রিপোর্ট
মুলারের প্রতিবেদন প্রকাশ। (ছবি:আল-জাজিরা)

সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের বহুল প্রতীক্ষিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮এপ্রিল) দীর্ঘ ২৩ মাসের তদন্ত শেষে ৪৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ রয়েছে বলে উল্লেখ করা হলেও ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দোষী সাব্যস্ত করা হয়নি। রাশিয়া হিলারি ক্লিনটনকে পরাজিত করে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে এই হস্তক্ষেপ করে। মার্কিন নির্বাচনে রুশ গোয়েন্দাদের তৎপরতার কথা উল্লেখ করা হয় এই রিপোর্টে। ‘আল-জাজিরা’

মার্কিন নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে সন্দেহ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। নির্বচনকে প্রভাবিত করার জন্য রাশিয়া প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল এই পোপাগান্ডা ছড়ানোর মূল অস্ত্র। এখানে বলা হয় প্রতিবেদন হাতে নেওয়ার পর বিভিন্নভাবে মুলারকে প্রতিবেদন করা থেকে অব্যাহতি দেয়ার জন্য চেষ্টা করা হয়।

এই রিপোর্টে বলা হয়, ২০১৭ সালের জুন মাসে ট্রাম্প হোয়াইট হাউসের কাউন্সিল ডন ম্যাকগানকে নির্দেশ দেন ভারপ্রাপ্ত এটর্নি জেনারেলের মাধ্যমে মুলারকে এই প্রতিবেদন থেকে অব্যাহতি দিতে কারণ হিসেবে বলেন মুলার অন্তর্কোন্দল সৃষ্টি করছে। ট্রাম্পের এই নির্দেশনার পর ম্যাকগান পদত্যাগ করেন।

এই প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৭ সালে এফবিআই পরিচালক জেমস কোমিকে অব্যাহতি দেয়ার যথেষ্ট প্রমান রয়েছে। কোমিকে অব্যাহতি দেয়ার কারন হিসাবে বলা হয় তিনি প্রকাশ্যে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই অনুসন্ধানে সাহায্য করতে অনিচ্ছুক। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ উদ্দেশ্য সফল করতে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে বৈঠকের পাশাপাশি তাদেরকে ট্রাম্প-পুতিন কথোপকথন, দুই দেশের সম্পর্কোন্নয়ন, রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। তবে এর প্রমান যথেষ্ট নয়।

মুলার প্রতিবেদনে উল্লেখ করেন, ট্রাম্পের কর্মীরা নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে করা প্রশ্নের যথাযথ উত্তর দেয় নি। এমনকি অনেক চেষ্টা করলেও ট্রাম্প এই বিষয়ে কোন সাক্ষাৎকার দেননি তবে এই অভিযোগের বিষয়ে লিখিত পত্র পাঠিয়েছিলেন।

এই সকল কারণে মুলার তার প্রতিবেদনে উল্লেখ করেন, তিনি হস্তক্ষেপের বিষয়ে ট্রাম্পকে সরাসরি দোষী উল্লেখ করতে পারেন নি। এক্ষেত্রে বিশেষ পরিষদ থেকে বলা হয়, ‘ অনুসন্ধানে প্রেসিডেন্টের হস্তক্ষেপ সফল হয় নি কারণ প্রেসিডেন্টের আশেপাশে অর্ডার পালনকারী সকলেই তার অনুরোধ বা নির্দেশ পালনে অস্মতি জানিয়েছিল।’

২০১৬ সালের নির্বাচনি প্রচারনায় ট্রাম্পের সাথে সংযোগের বিষয়ে পর্যাপ্ত প্রমান পাওয়া যায় নি। তবে ট্রাম্পের নির্বাচনি প্রচারনার সদস্যদের সাথে রুশ গোয়েন্দাদের যোগাযোগ ছিল যা রাশিয়ার সহযোগিতায় নির্বাচনি তথ্য চুরিতে সাহায্য করেছে। কিন্তু তা দোষী সাব্যস্ত করার জন্য পর্যাপ্ত না। এই রিপোর্টে বলা হয় ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করার জন্য মুলারকে দায়িত্ব দেয়া হলে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ও ঈশ্বর! এটা ভয়ানক। এবার বুঝি আমার প্রেসিডেন্সি শেষ হলো।’

সর্বশেষ ট্রাম্পের আইনী দল মুলারের এই রিপোর্টকে প্রেসিডেন্টের সার্বিক বিজয় বলে উল্লেখ করেছেন।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড