• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জঙ্গি সংগঠনের দায় স্বীকার

পাকিস্তানে খুন হওয়া ১৪ জনের ১১ জনই সামরিক সদস্য

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, ১৭:৪৯
পাকিস্তানে জঙ্গি আক্রমন
পাকিস্তানে জঙ্গি আক্রমনে ১৪ জনকে খুন। ছবি : 'ডন'

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পাকিস্তানের দক্ষিন পশ্চিম বেলুচিস্থান প্রদেশের অর্মার এলাকায় নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত কিছু জঙ্গি চলন্ত বাস থামিয়ে ১৪ জন কে তুলে নিয়ে যায়। যার মধ্যে ১১ জন ছিলেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য। 'জিনহুয়া'

নিরাপত্তার দোহাই দিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করার জন্য ২০ থেকে ২৫ জন ছদ্মবেশী জঙ্গি ৫-৬টি যাত্রীবাহী বাস থামায়। এরপর জোরপূর্বক ১৪ জনকে বাস থেকে নামিয়ে নিয়ে বাকি যাত্রিদের নিজ নিজ গন্তব্যে যাবার জন্য পাঠিয়ে দেয়।

নাম না জনানোর শর্তে বেলুচিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ৯ জন পাকিস্তানের নৌবাহিনীর সদস্য, ১ জন কোস্ট গার্ড এবং ১ জন পাকিস্তান বিমান বাহিনীর সদস্য ছিলেন আর বাকি ৩ জনের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয় নি।

বাসগুলো করাচি থেকে গাদারের দিকে যাচ্ছিলো। এই ঘটনা ঘটার পর কোনমতে নিজেদের রক্ষা করে নিরাপদ স্থানে পৌছে ওই একই বাসে অবস্থানকারী আরো দুই সেনা সদস্য এই ঘটনা স্থানীয় নিরাপত্তা বাহিনীকে জানায়। পরে ওই স্থান পরিদর্শন করে ১৪ টি মৃতদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী যাদের সবাই কে গুলি করে হত্যা করা হয়।

পরে বৃহস্পতিবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘বেলুচ রাজী আজোই সাঙ্গার’ এই ঘটনার দায় স্বীকার করে তাদের স্বীকৃত টুইটার একাউন্টে জানান, ‘নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আমাদের আক্রমন আরো তীব্রতর হবে।’

এই ঘটনার সত্যতা স্বীকার করে নৌবাহিনীর মুখপাত্র বলেন , ‘১৪ জন নিহত হয়েছেন এবং এর সাথে আরো অনেক সদস্য অন্তভূক্ত রয়েছেন।’

এই ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিরাপত্তা বাহিনীর প্রতি নির্দেশ দিয়াছেন, এই ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড