• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়ায় নিরাপদ স্থানে ৩০০ বাংলাদেশি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, ১০:৪৭
লিবিয়া
ত্রিপোলির আবু সালিমে একটি গাড়ির সামনে ছোঁড়া এক মিসাইল বিস্ফোরণে মাটিতে তৈরি হওয়া গর্ত (ছবি: রয়টার্স)

লিবিয়ায় গৃহযুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় গত চারদিনের মধ্যে প্রায় তিনশ বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন লিবিয়ার রেড ক্রিসেন্ট এবং নিয়োগকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, লিবিয়ার ত্রিপোলির আইনজারা, ক্বাসর বেন গাশির, ওয়াদি রাবিয়া, সোয়ানি এবং আজিজিয়া এলাকা থেকে এসব বাংলাদেশিকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে ত্রিপোলির আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা পেরোতে পারেন সেজন্য প্রয়োজনীয় সাহায্য পাওয়ার জন্য লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।

লিবিয়ার রাজধানী ত্রিপোলির আশেপাশের এলাকায় অন্তত চার হাজার বাংলাদেশি থাকেন।

চলতি মাসের ৪ তারিখ থেকে লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারকে হটিয়ে ত্রিপোলি দখলের অভিযানে নেমেছেন সেনাপ্রধান জেনারেল খলিফা হাফতার। এই গৃহযুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রায় ১৬০ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। আর এ কারণেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড