• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মোদি চোর’

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল ২০১৯, ১৯:৫৭
রাহুল গান্ধীর ছবি
ফতেহপুর সিক্রিতে রাহুল গান্ধীর ভাষণ। (ছবি:এনডিটিভি)

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানতে চেয়েছেন, কে জোগাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা নির্বাচনি প্রচারণার তহবিল, যেখানে টেলিভিশন চ্যানেলে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিতে খরচ হয় লাখ লাখ রুপি। 'এনডিটিভি'

সোমবার (১৫ এপ্রিল) ফতেহপুর সিক্রিতে কংগ্রেস মনোনীত নেতা রাজ বাবরের এক জনসভায় যোগ দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘সর্বত্র নরেন্দ্র মোদির প্রচারণা। কোথা থেকে আসছে প্রচারণার টাকা? টেলিভিশনে বা সংবাদপত্রে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন দিতে প্রয়োজন হয় লাখ লাখ রুপি। এরজন্য টাকা কে দিচ্ছে? এই টাকা মোদির পকেট থেকে আসেনি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জনসাধারণের টাকা লুট করে নিরাভ মোদি, মেহুল চোকসি, লালিত মোদি এবং ভিজেয় মাল্লিয়াদের মতো পলাতক বেনিয়াদের হাতে তুলে দিয়েছেন। মোদি দেশের কৃষক শ্রেণিকে ধ্বংস করে দিয়েছেন। তিনি মিথ্যা প্রতিজ্ঞার মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। দেশে ধনীদের ঋণ যদি মওকুফ হয় তবে কৃষকদের ঋণও মওকুফ করতে হবে। যদি কৃষকদের ঋণ খেলাপির দায়ে জেলে যেতে হয় তবে ধনীদেরও ঋণ খেলাপির দায়ে জেলে যেতে হবে। আমরা ক্ষমতায় এলে কৃষকদের জন্য আলাদা বাজেট পাশ করব এবং উৎপাদনের সকল উপকরণ সর্বনিম্ন দামে কৃষকদের দেওয়া হবে।’

যুব সমাজের কর্মসংস্থানের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, দুই কোটি চাকরি ও প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদি যুব সমাজকে মিথ্যা বলেছিল। তিনি প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হয়েছেন।

সমাবেশে জড়ো হওয়া জনতাকে রাহুল গান্ধী প্রশ্ন করেন, কেও কি মোদির ১৫ লাখ রুপিতে উপকৃত হয়েছেন? আমরা এমন মিথ্যা প্রতিজ্ঞা করতে চাই না। কংগ্রেস প্রতিজ্ঞা করছে দেশের সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রত্যেক পরিবারকে ৭২০০০ রুপি দেওয়া হবে। এখনো সারা দেশে ২২ লাখ সরকারি চাকরি পদ ফাঁকা রয়েছে। এমন ঘটনা গত ৪৫ বছরে আর ঘটেনি। কংগ্রেস ক্ষমতায় আসলে এই শূন্য পদগুলো পূরণ করা হবে এবং ১০ লাখ নতুন চাকরির পদ তৈরি করা হবে।

রাহুল গান্ধী বলেন, ‘যখনই আমরা নতুন স্কিম নিয়ে কথা বলেছি মোদি বলেছেন টাকা কোথা থেকে আসবে! আমি আপনাকে বলতে চাই এই টাকা মধ্যবিত্ত মানুষের পকেট থেকে আসবে না। আয়করের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। এই টাকা আসবে অনিল আম্বানি, মেহুল চোকসি, নিরাভ মোদি থেকে এবং যাবে আপনার পকেটে।’

সবশেষে নরেন্দ্র মোদির স্লোগান “শুভ দিন আসবে” এর বিকৃতি করে রাহুল গান্ধী বলেন, 'চৌকিদার নিজেই চোর।'

ওডি/কেএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড