• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মদিনায় ছাদ ধসে বাংলাদেশির মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল ২০১৯, ০৯:৩৭
প্রবাসী বাংলাদেশি
মদিনা শরিফে নিহত বাংলাদেশি নাগরিক ইরফান। (ছবি : সংগৃহীত)

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় নগরী মদিনা শরিফে একটি বাড়ির বাথরুমের ছাদ ধসে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত ইরফান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মেম্বার পাড়ার মক্কা প্রবাসী আবুল কাশেমের প্রথম সন্তান।

প্রবাসী এই বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার আত্মীয় কামাল হোসেন বলেন, ‘ইরফান গত ১০ এপ্রিল রাত সাড়ে ১১টায় বাসার বাথরুমে ঢুকলে আচমকা ভবনটির ছাদ ধসের ঘটনা ঘটে। এতে ইরফান মাথায় গুরুতর আঘাত পান। তখন রুমমেটরা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় কিংফাহাদ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর তিনি মৃত্যু বরণ করেন।’

ইরফানের রুমমেটদের দেওয়া তথ্যের বরাতে কামাল হোসেন আরও বলছিলেন, ‘ইরফান যে বাড়িটিতে থাকতেন এটা ছিল অনেক পুরনো এবং কাঠের তৈরি দুই তলা বিশিষ্ট একটি ভবন। কাঠের ছাদের নিচে টাইলস থাকায় কাঠটা যে ভাঙা ছিল তা বুঝা যায়নি। এতে বাথরুমের ছাদের কাঠ পচে যাওয়াতে কাঠটি ভেঙে গেলে এই ছাদ ধসের ঘটনা ঘটে।’

আরও পড়ুন :- তেলের মূল্য আরেক দফা বাড়াল সৌদি

সৌদি আরব নিহত ইরফান গত এক বছর আগে কাজের জন্য দেশটিতে গিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন যাবত তিনি একটি খেজুরের দোকানে কাজ করতেন। সোমবার (১৫ এপ্রিল) তাকে মদিনা শরিফের জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড