• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

উত্তেজনার মধ্যেই ৩৬০ ভারতীয়কে মুক্তি দিচ্ছে পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল ২০১৯, ১১:৫৯
পাকিস্তানের কারাগার
পাকিস্তানের কারাগারে বন্দি ভারতীয় নাগরিক। (ছবিসূত্র : পাকিস্তান টুডে)

পাক-ভারত মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে এবার কারাবন্দি অন্তত ৩৬০ ভারতীয়কে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। যদিও মুক্তির অপেক্ষায় থাকা এসব বন্দিদের মধ্যে ৩৫৫ জনই পেশায় মৎস্যজীবী। যাদের বিভিন্ন সময় পাকিস্তানি জলসীমা থেকে আটক করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) পাক সংবাদমাধ্যম দ্য ডনের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি এপ্রিল মাসে চার ধাপে এসব বন্দিদের মুক্তি দিতে পারে ইসলামাবাদ।

এর আগে ২০০৮ সালের ২১ মে দুদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ‘কনস্যুলার বিনিময়’ নামে সেই চুক্তির আওতায় প্রতি বছর অন্তত দুইবার করে পরস্পরের মধ্যে বন্দিদের তালিকা বিনিময় করে আসছে দিল্লি ও ইসলামাবাদ। বছরের প্রথম তালিকাটি বিনিময় হয় জানুয়ারি ১ তারিখে এবং পরেরটা হয় পহেলা জুলাই। দুই দেশের মধ্যে আটক বন্দিদের বড় একটা অংশই হচ্ছে মৎস্যজীবী। বেশিরভাগ সময়ই না বুঝে নিজ নিজ দেশের সমুদ্র সীমা অতিক্রম করার দায়ে তাদের আটক করা হয়।

পাক-পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সালকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য ডন জানায়, ‘তালিকা অনুযায়ী ৫৩৭ জন ভারতীয় বেসামরিক দীর্ঘদিন যাবত পাকিস্তানি কারাগারে বন্দি আছে। যাদের মধ্যে চলতি এপ্রিল মাসে চার ধাপে ৩৬০ জনকে মুক্তি দেওয়া হবে।’

মোহাম্মদ ফয়সাল আরও বলছেন, ‘মাসের ৮, ১৫ ও ২২ তারিখ ১০০ জন করে মোট ৩০০ জনকে মুক্তি দেওয়া হবে। আর পরবর্তী ২৯ এপ্রিল মুক্তি পাবেন বাকি ৬০ বন্দি। মূলত সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পাক-কর্তৃপক্ষ।’

এদিকে ভারতের কারাগারেও প্রায় ৩৪৭ জন পাকিস্তানি নাগরিক দীর্ঘদিন যাবত আটক অবস্থায় আছেন বলে দাবি করেছেন পাক-পররাষ্ট্র দপ্তরের এ মুখপাত্র।

যদিও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলছেন, ‘গত বছরের ১ জুলাই দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের পর সর্বশেষ প্রাপ্ত তালিকা অনুযায়ী, ভারতের কারাগারে বন্দি পাকিস্তানি বেসামরিকের সংখ্যা বর্তমানে ৩৫৭ জন। যাদের মধ্যে ১০৮ জন মৎস্যজীবী, আর বাকিদের বিভিন্ন সময়ে নানা অপরাধের দায়ে আটক করা হয়েছে।’

আরও পড়ুন :- বিতর্কিত ম্যালপাসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করলেন ট্রাম্প

পাকিস্তান সরকার এমন এক সময় তাদের এই বন্দি বিনিময়ের ঘোষণা দিল, যখন নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে পরস্পরের বিরুদ্ধে বিমান হামলার পর দুদেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যদিও পাক-পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল আশা প্রকাশ করে বলেছেন, ‘আমরা আশা করি পাকিস্তানের বন্দি মুক্তির এই মানবিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারতও তাদের বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড