• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুর্কি নির্বাচনে কারচুপির অভিযোগ, মুশ প্রদেশে জরুরি অবস্থা

  আন্তর্কাতিক ডেস্ক

০৩ এপ্রিল ২০১৯, ১৮:৫০
ছবি : সংগৃহীত

তুরস্কের স্থানীয় নির্বাচনে দেশটির কুর্দিপন্থি পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (এইচডিপি) কারচুপির অভিযোগ আনার পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় মুশ প্রদেশে উত্তেজনা কমাতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

রবিবার (৩১ মার্চ) নির্বাচনে এইচডিপির চেয়ে ৫৩৮টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি)। তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুশে এইচডিপির মেয়র প্রার্থী সিরি সাকিকের টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, শহরটিতে বিশেষ তুর্কি বাহিনী মোতায়েন করা হয়েছে।

দেশটির এই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আদালতে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে এইচডিপি। মুশের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, উত্তেজনাকর কার্যক্রম এড়াতে একটি বা সব শহরে সমাবেশ নিষিদ্ধ করা হতে পারে। তুর্কি সরকার ২০১৬ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের পর থেকে এই প্রদেশের পৌরসভাগুলো তদারকির জন্য কায়িম নামের একটি বিশেষ পদে একজনকে নিযুক্ত করে।

ওডি/এসএমএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড