• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চ হামলার চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের মসজিদে আগুন

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ ২০১৯, ১২:০৯
মসজিদে আগুন
যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডের শিকার মসজিদ। (ছবিসূত্র : আল-জাজিরা)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার রেশ কাটতে না কাটতে আবারও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মসজিদে আগুন লাগানোর খবর পাওয়া গেছে।

রবিবার (২৪ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে দেশটির সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। খবর ফক্স নিউজ।

হামলার পর মসজিদটির ধ্বংসস্তূপ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে ক্রাইস্টচার্চ হামলার ঘটনাও উল্লেখ রয়েছে বলে দাবি পুলিশের।

এদিকে ক্যালিফোর্নিয়া পুলিশের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এ দিন রাতে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সানডিয়াগো শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটিতে আচমকা দুর্বৃত্তরা হামলা চালায়। সে সময় মসজিদে অন্তত সাত মুসল্লি অবস্থান করছিলেন। তবে এতে তাদের কেউই হতাহত না হলেও আগুনে ভবনটির বাইরের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হামলার অন্তত ১৫ মিনিটের ভেতর ঘটনাস্থলে পুলিশ ও জরুরি সেবা কর্মীরা পৌঁছান। এ ঘটনায় মসজিদের ভেতরের মুসল্লি এবং বাইরের কেউই হতাহত হননি। কেননা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই মসজিদে অবস্থানরত মুসল্লিরা অগ্নিনির্বাপক সরঞ্জামের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।’

ঘটনায় উদ্ধারকৃত চিরকুটের প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ক্রিস লিক স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএনএসডিকে বলেন, ‘মসজিদের পার্কিং লটের কাছ থেকে সেই চিরকুটটি পাওয়া যায়। এতে সম্প্রতি শ্বেতাঙ্গ জঙ্গি কর্তৃক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় ৫০ জনের নিহতের বিষয়টি উল্লেখ রয়েছে।’

ক্যালিফোর্নিয়া পুলিশের এ কর্মকর্তা আরও বলছিলেন, ‘আমাদের তদন্তের স্বার্থে সন্দেহভাজন অগ্নিসংযোগকারীর ব্যাপারে এবং চিরকুটে লেখা আরও কিছু তথ্য এখনই গণমাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি না। তবে ঘটনাটিকে হেট ক্রাইম হিসেবে চিহ্নিত করে ইতোমধ্যে রাজ্য পুলিশ তদন্তে নেমেছে।’

হামলার শিকার মসজিদটির নিয়মিত মুসল্লি ইউসুফ মিলার বলেন, ‘নামাজ শেষে রাতে মসজিদে ৭ জন মুসুল্লি ঘুমিয়েছিলেন। পরে ভোর রাতের দিকে দুর্বৃত্তরা গোপনে এসে মসজিদের বাহিরের দিকে আগুন ধরিয়ে দিয়ে যায়। পরে পুলিশ কর্মকর্তারা এসে মসজিদ কমপ্লেক্সের পার্কিং লট থেকে একটি চিঠি উদ্ধার করেন। সেখানে নাকি নিউজিল্যান্ডের সেই হামলা ঘটনার কথা লেখা রয়েছে।’

মসজিদের এই মুসল্লি আরও বলেন, ‘সন্ত্রাসীদের এ হামলার ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায় মোটেও ভীত নয়। মুসলমানদের নামাজের স্থানে এভাবে হামলা চালিয়ে তাদের নামাজ বন্ধ করা যাবে না। আমরা কখনই এই নামাজ বন্ধ করব না।’

আরও পড়ুন :- সুদানে বোমা বিস্ফোরণে ৮ শিশুর মৃত্যু

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এসকনডিডোর এই মসজিদটি গত চার বছর আগে নির্মাণ করা হয়। প্রায় ১ লাখ ৪৩ হাজার মানুষের এই শহরে অনেক বাসিন্দাই প্রতিদিন মসজিদটিতে নামাজের জন্য আসেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড