• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউজিল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২ পাইলটের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০১৯, ১৭:১৮
নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্ত
নিউজিল্যান্ডে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ। (ছবিসূত্র : রেডিও এনজেড)

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকার কাইমানাওয়া পার্বত্যাঞ্চলে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজন প্রশিক্ষকের মৃত্যু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। রবিবার (২৪ মার্চ) দেশটির পত্রিকা দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে এই বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ মার্চ) স্থানীয় সময় রাতে কাইমানাওয়া রেঞ্জের নিকটবর্তী এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। পরদিন রবিবার সকাল নাগাদ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পান কর্মীরা।

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘ছোট আকারের এই এয়ারক্রাফটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ সকালে আমরা এর ধ্বংসাবশেষ খুঁজে পাই। আর সেই ধ্বংসস্তূপ থেকে অভিজ্ঞ দুই পাইলটের মৃতদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।’

এর আগে নিউজিল্যান্ডের পরিবহন দুর্ঘটনা তদন্ত কমিশন (টিএআইসি) জানিয়েছিল, কাইমানাওয়া পার্বত্যাঞ্চলে এই বিমান দুর্ঘটনার বিষয়টি ইতোমধ্যে খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাত প্রায় ১০টার দিকে ডায়মন্ড ডিএ৪২ টুইন স্টার মডেলের বিমানটি সর্বশেষ টোওপুরের প্রায় ২২ নটিক্যাল মাইল দক্ষিণ-দক্ষিণপূর্বের আকাশসীমায় দেখা যায়। আর সেখান থেকেই বিমানটি নিখোঁজ হয়। পরদিন সকালে একটি অনুসন্ধান টিম বিধ্বস্ত সেই বিমানটিকে খুঁজে পায়।

আরও পড়ুন :- মালিতে সশস্ত্র হামলায় ১৩৪ গ্রামবাসীর মৃত্যু

টিএআইসি’র দুর্ঘটনা বিষয়ক প্রধান তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন টিম বুরফুট বলেন, ‘অনুসন্ধানের জন্য গতরাতেই একটি বিমান সেই এলাকায় পাঠানো হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমাদের সেই অনুসন্ধানী বিমান আলো ফোটা ঘটনাস্থলে যেতে ব্যর্থ হয়।’

ক্যাপ্টেন টিম বুরফুট আরও বলেছিলেন, ‘আজ সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরও একটি বিমান সেই এলাকায় পাঠানো হয়। পরে তারা এটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।’

অডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড