• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪৬

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ ২০১৯, ১৬:৩৬
মোজাম্বিকে ঘূর্ণিঝড়
মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের আঘাতে বিধ্বস্ত বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। (ছবিসূত্র : আল-জাজিরা)

পূর্ব আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড়ে ইদাইয়ের আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৪৬ জন। এতে এখনো নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু লোক বলে দাবি স্থানীয়দের।

রবিবার (২৪ মার্চ) দেশটির ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এ হতাহতের সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির ভূমি ও পরিবেশমন্ত্রী সেসো কোরেয়া বায়েরা বলেছেন, ‘মোজাম্বিকের শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের পর এই মৃতের সর্বশেষ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৬ জনে। আমরা ধারণা করছি এখনো আরও লোক নিখোঁজ থাকতে পারে। তাছাড়া এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও প্রায় ৫ লাখ ত্রিশ হাজারের বেশি বাসিন্দা।’

এর আগে ব্যাপক হতাহতের আশংকা প্রকাশ করে মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেছিলেন, ‘শক্তিশালী সাইক্লোন ইদাইয়ের আঘাতে ইতোমধ্যে আমাদের একটি অঞ্চল পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এই তাণ্ডব সামনে অব্যাহত থাকলে এর সংখ্যা খুব শিগগিরই এক হাজার ছাড়িয়ে যেতে পারে।’

দুর্ঘটনাগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে প্রেসিডেন্ট আরও বলেন, ‘এই ঘূর্ণিঝড়টির আঘাত ছিল বেশ ভয়াবহ। আমি বন্যার পানিতে বেশ কিছু লাশ ভেসে যেতে দেখেছি। যা আমাদের জন্য ভীষণ হতাশাজনক। তাছাড়া আমি আফ্রিকার দক্ষিণাঞ্চলের অন্যান্য দেশ মিলিয়ে এই ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত অন্তত তিন শতাধিক লোকের মৃত্যুর খবর পেয়েছি। আমি সকল নিহতের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) মোজাম্বিকের বন্দরনগরী বেইরাতে ১৭০ কিলোমিটার বা ১০৫ মাইল বেগে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হেনেছিল। স্থানটি দুর্গম হওয়ার কারণে উদ্ধারকারী দলের সদস্যরা প্রায় তিনদিন পর রবিবার (১৭ মার্চ) সেখানে পৌঁছাতে সক্ষম হন।

এদিকে উদ্ধারকারী দলের এক কর্মকর্তা বলেছিলেন, ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে কংক্রিটের তৈরি বহু ভবনের ছাদ উড়ে গেছে। আর সেই স্থানে বসবাসরত লোকজনসহ কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে প্রায় লক্ষাধিক মানুষ তাদের জীবন ঝুঁকিতে রয়েছে।’

আরও পড়ুন :- মোদীকে রুখতে প্রস্তুত ১১১ কৃষক

অপরদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) পক্ষ থেকে এই ঘূর্ণিঝড়কে ‘ভয়াবহ ও ভয়ঙ্কর’ বলে বর্ণনা করা হয়েছে। একইসঙ্গে এই হতাহতদের উদ্ধারে অঞ্চলগুলোতে আরও দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

অডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড