• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঘানায় দুই বাসের সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রীর মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ ২০১৯, ০৯:৫০
ঘানায় সড়ক দুর্ঘটনা
ঘানায় দুর্ঘটনা কবলিত বাস। (ছবিসূত্র : ইউপিআই)

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার উত্তরাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। এতে আরও কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে দাবি উদ্ধার কর্মকর্তাদের। খবর বিবিসি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় রাত দুইটায় রাজধানী আক্রা থেকে প্রায় ৪৩০ কিলোমিটার দূরবর্তী বোনো ইস্ট প্রদেশের কিটাম্পো শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত সে সময় বাস দুটিতে প্রায় শতাধিক যাত্রী ছিল।

এদিকে উদ্ধারকারী দলের এক মুখপাত্র বলেন, ‘আমাদের জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা দুর্ঘটনার শিকার এই দুই বাসে আটকে থাকা সকল যাত্রীদেরকে উদ্ধারের চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা ৬০টি মরদেহ উদ্ধার করেছি। তাছাড়া বাকি আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশংকাজনক হওয়ায় এতে মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে।’

তিনি আরও বলেছেন, ‘দুর্ঘটনার সময় প্রতিটি বাসেই প্রায় ৫০ জন করে যাত্রী ছিল। সংঘর্ষের পর একটি বাসে আগুন ধরে যায়। আর অপরটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।’

অপরদিকে ঘানা পুলিশের মুখপাত্র ডেভিড একলু বলেছেন, ‘দেশের চতুর্থ বড় শহর কিনটিমপু থেকে টামাল যাওয়া পথে দুটি দূরপাল্লার বাসের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়।’

তিনি এও বলেছিলেন, ‘দুই বাসে ১০০ জনের বেশি যাত্রী ছিল। যাদের মধ্যে অনেক যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। আর যারা এখনো জীবিত আছেন, তাদেরকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন :- চীনে পর্যটকবাহী বাসে আগুন : ২৬ আরোহীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। ঘানায় প্রতিদিন গড়ে ছয়জনের বেশি সড়ক দুর্ঘটনায় মারা যায়। মূলত ঝুঁকিপূর্ণ সড়ক ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা হয় বলে দাবি কর্তৃপক্ষের।

অডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড