• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চীনের বিস্ফোরণে নিহত বেড়ে ৪৭, আহত ৬ শতাধিক

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১৫:১১

চীনের বিস্ফোরণ
ছবি : সংগৃহীত

পূর্ব চীনের একটি কীটনাশক রাসায়নিক শিল্প কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন নিহত এবং ৬৪০ এরও বেশি আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়। জিয়াংসু প্রদেশের একটি ক্ষুদ্র ভূমিকম্প হিসাবে নিবন্ধিত এই বিস্ফোরণটি জনসাধারণকে ক্ষুব্ধ করে এমন শিল্প দুর্ঘটনার একটি ধারাবাহিকতায় সর্বশেষ ঘটনা। 'আল-জাজিরা'

বৃহস্পতিবার (২১ মার্চ) ইয়ানশেং শহরের চেনজিয়াগং শিল্প পার্কে বিস্ফোরণটি ঘটে এবং স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করে। রাসায়নিক কারখানার এই বিস্ফোরণে কিন্ডারগার্টেনের শিশুরাও আহত হয়েছেন।

আহতদের ১৬টি হাসপাতালে নেয়া হয়েছে, যেখানে ৬৪০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে । বিস্ফোরণে আহত ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। সাহায্যের জন্য সাড়ে ৩ হাজারেরও বেশি মেডিকেল কর্মীকে সংগঠিত করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ইতালি সফররত দেশটির রাষ্ট্রপতি শি জি পিং আহতদের যত্ন নেয়ার এবং "সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার" জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'কর্তৃপক্ষকে অবশ্যই এমন ঘটনা প্রতিহত করতে পদক্ষেপ নিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে হবে।'

প্রেসিডেন্টকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়, 'সম্প্রতি ধারাবাহিকভাবে এমন মেজর দুর্ঘটনা ঘটতে দেখা গেছে, দুর্ঘটনাসংশ্লিষ্ট প্রতিটি বিভাগকে এখান থেকে শিক্ষা নিতে হবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড