• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিউজিল্যান্ডের পত্রিকাগুলোর প্রথম পাতাজুড়ে 'সালাম'

  অধিকার ডেস্ক    ২২ মার্চ ২০১৯, ১১:৩১

পত্রিকা
নিউজিল্যান্ডের পত্রিকাগুলোর প্রথম পাতাজুড়ে 'সালাম' (ছবি : সংগৃহীত)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনার এক সপ্তাহ আজ। মর্মান্তিক এ ঘটনায় নিহত হয়েছেন ৫০ জন। আহত হয়েছেন আরও অনেকে। হামলায় নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশটির প্রধান জাতীয় সংবাদপত্রগুলোর প্রথম পাতায় ছাপা হয়েছে আরবি শব্দ ‘সালাম’। এর অর্থ 'শান্তি'।

'সালাম' শব্দের পাশাপাশি পত্রিকাগুলোতে নিহতদের পরিচয়ও ছাপানো হয়েছে।

এদিকে নিউজিল্যান্ডের স্থানীয় সময় আজ জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মুসলমানদের প্রতি সংহতি প্রকাশের মাধ্যম হিসেবে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আজান এবং জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। সেইসাথে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে সিজদায় থাকা মুসল্লিদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট। এতে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড