• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার যুক্তরাজ্যের পাঁচ মসজিদে হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ ২০১৯, ০৬:৩২
হামলার শিকার মসজিদ
যুক্তরাজ্যের হামলার শিকার মসজিদ। (ছবিসূত্র : বিবিসি নিউজ)

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে এক রাতে প্রায় পাঁচটি মসজিদে হাতুড়ি দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে মসজিদগুলোর জানালায় ব্যাপক পরিমাণে ভাঙচুর করা হয়।

নৃশংসতম এ হামলায় সন্ত্রাসবিরোধী তদন্ত এবং আগামী শুক্রবারের জুমার নামাজের আগে মসজিদগুলোতে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, গত রাতে উইটন রোড ইসলামিক সেন্টারে হামলা চালিয়ে অন্তত সাতটি জানালা ও দুটি দরজা ভেঙে ফেলা হয়েছে বলে দাবি করেছেন মসজিদটির ইমাম শারাফাত আলি। তিনি বলেন, ‘রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে এই হামলাটি করা হয়।’

এদিকে হামলার পর গোটা রাত সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। যদিও তারা এখন পর্যন্ত এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্যই জানাতে পারেনি। তাছাড়া ওয়েস্ট মিডল্যান্ডস কাউন্টার টেরোরিজম ইউনিটও ইতোমধ্যে ঘটনাটির তদন্ত কাজ শুরু করেছে।

এ হামলার পরপরই পার্শ্ববর্তী আলবার্ট রোড, স্লেড রোড, বার্চফিল্ড রোড এবং ব্রডওয়ে রোডের মসজিদে প্রায় একই ধরনের হামলা চালানো হয়। স্থানীয় বার্চফিল্ড রোডের মসজিদে হামলা হয়েছে বুঝতে পারে একইদিন রাত প্রায় দুইটা ৩২ মিনিটে মসজিদ কমিটির পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে তিনটা ১৪ মিনিটে পার্শ্ববর্তী স্লেড রোডের মসজিদে ঠিক একই ধরনের হামলা চালানোর খবর পাওয়া যায়।

মূলত এসবের পর পুলিশ গোটা শহরে টহল দিতে শুরু করে। ফরেনসিক কর্মকর্তারা হামলার আলামত সংগ্রহে কাজ করে যাচ্ছেন এবং সিসিটিভির ফুটেজও পরীক্ষা করে দেখছেন।

এদিকে উইটন রোডের মসজিদটি ভাঙচুরের ভিডিও ফুটেজ ব্রোমফোর্ড অ্যান্ড হোজ হিল ওয়ার্ডের কাউন্সিলর মাজিদ মাহমুদ তার টুইটা একাউন্টে পোস্ট করেছেন। তিনি স্থানীয় লেবার পার্টির একজন নেতা।

সেখানে তিনি লেখেন, ‘দুর্ভাগ্যবশত গত রাতে উইটন রোড ইসলামিক সেন্টারে হাতুড়ি হামলা চালিয়ে মসজিদটির কয়েকটি জানালা ভেঙেছে কেউ। আমি গত সপ্তাহে বলেছিলাম ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর মুসলিমরা অনেকটা ভীত হয়ে পড়েছেন। আমাদের সাহায্য দরকার।’

পরে তার কথায় সুর মিলিয়ে উইটন ইসলামিক সেন্টারের ইমাম বলেন, ‘এটা ভীষণ ভয়ানক। নিউজিল্যান্ডে যা ঘটেছে, তারপর এই হামলা আমাদের পুরোপুরি মর্মাহত করেছে।’

৬৬ বছর বয়সী এই ইমাম আরও বলেন, ‘আমরা ৩০ বছর ধরে এখানে আছি। সকালে এই মসজিদে ৪০ জন নামাজ আদায় করেন। তবে প্রতি শুক্রবার প্রায় ২০০ থেকে ৩০০ নামাজি এখানে জুমার নামাজ আদায় করতে আসেন। আগামীকাল জুমার নামাজ এবং আমি জানি না ঠিক কী ঘটতে পারে। তাই পুলিশকে নিরাপত্তা জোরদার করার জন্য আহ্বান জানিয়েছি।’

অপরদিকে বার্মিংহাম লেডিউডের লেবার এমপি শাবানা মাহমুদ তার টুইট বার্তায় বলেন, ‘বার্মিংহাম জুড়ে মসজিদে হামলার বিষয়টি সত্যিই ভয়ানক। আমি চিফ কনস্টেবলের সঙ্গে কথা বলেছি এবং তিনি এখান মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখবেন।’

আরও পড়ুন :- ইরাকে ফেরি ডুবে শতাধিক লোকের মৃত্যু

তিনি আরও বলেন, ‘আমি সব বাসিন্দাদের শান্ত থাকার এবং কোনো তথ্য থাকলে তা ক্রাইম স্টপারদেরকে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

যদিও এসব হামলার খবরে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এক রাতে বার্মিংহামের এসব মসজিদে হামলায় আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠিত। পুলিশ হামলার উদ্দেশ্য জানতে তদন্ত করছে। আমাদের সমাজে ঘৃণ্য আচরণের কোনো জায়গা নেই। আমি বলতে চাই, ভবিষ্যতেও এসব মেনে নেওয়া হবে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড