• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৯, নিখোঁজ অর্ধশতাধিক

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ১৭:১৯
ইন্দোনেশিয়ায় বন্যায়
ইন্দোনেশিয়ায় বন্যায় হতাহতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছেন কর্মীরা। (ছবিসূত্র : ইউএসএ নিউজ)

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় আকস্মিক বন্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮৯ জনে। এতে নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫৯ বাসিন্দা।

তাছাড়া এখনো অর্ধশতাধিকের বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে দাবি স্থানীয়দের। মঙ্গলবার (১৯ মার্চ) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দেওয়া বিবৃতির বরাতে করা প্রতিবেদনে চলতি বন্যায় এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে লন্ডনভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত থেকে প্রাদেশিক রাজধানী জয়াপুরার নিকটবর্তী সেনতানি এলাকায় প্রবল বৃষ্টিপাত থেকে এই বন্যার সৃষ্টি হয়। মূলত এতেই গৃহহীন হয়ে পড়েন এলাকায় বসবাসরত প্রায় হাজার খানেক লোক।

এদিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরউ নুগরোহো এক বিবৃতিতে বলেছেন, ‘এবারের বন্যায় কমপক্ষে নয়টি বাড়ি ও দুটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাছাড়া অসংখ্য লোক আহত অবস্থায় আছেন। যাদের উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।’

বিবৃতিতে এও বলা আছে, ‘বন্যার পানি এখন কিছুটা কমে এসেছে। তবে আকস্মিক এই বন্যার কারণে কাদামাটি, গাছের গুড়ি ও অন্যান্য সব জঞ্জাল পানির সঙ্গে ভেসে আসছে। আমাদের কর্মীরা এখন এগুলো অপসারণের কাজ করছেন।’

অপরদিকে উদ্ধার কর্মকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি নিশ্চিত করে দলের মুখপাত্র কোরি সিমবোলন বলেছিলেন, ‘বন্যা কবলিত হয়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক বাসিন্দাকে সরকারি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সরকারি সংস্থার পাশাপাশি রেডক্রস ও স্বেচ্ছাসেবী দলের সদস্যরা বাস্তুচ্যুতদের সাহায্য করে যাচ্ছেন।’

আরও পড়ুন :- মোজাম্বিকে ঘূর্ণিঝড়ের আঘাতে হাজার লোকের মৃত্যুশঙ্কা

একইদিন জিম্বাবুয়েসহ আফ্রিকার তিন দেশে ইতোমধ্যে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হেনেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় দুই শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া এতে গৃহহীন হয়ে পড়েছেন আরও প্রায় ১৫ লাখের বেশি বেসামরিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড