• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চ হামলার ভিডিও শেয়ার করলেই ১৪ বছরের জেল-জরিমানা

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ১৬:০০

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৃথক মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ৫০ মুসল্লি নিহত হয়েছেন। নির্মম এ হত্যাযজ্ঞের ভিডিও ইতোমধ্যে এতটাই ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে যে ভিডিওটি সরিয়ে ফেলা কিংবা নামিয়ে নিতে পুরোপুরি হিমশিম খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

এবার ভয়াবহ সেই হামলার ভিডিও শেয়ার কিংবা যেকোনো উপায়ে সংরক্ষণের ওপর শাস্তির বিধান রেখে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।

মঙ্গলবার (১৯ মার্চ) প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস এক ঘোষণায় বলেন, ‘ক্রাইস্টচার্চ হামলার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে শেয়ার কিংবা ছড়িয়ে দিলে প্রায় ১০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা) জরিমানা করা হবে। একইসঙ্গে শেয়ারকারীকে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড প্রদানের বিধান করেছে সরকার।’

আরও পড়ুন :- দানের টাকাটা মসজিদে হতাহতদের দিতে চাই : 'ডিম বালক'

এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের পৃথক মসজিদে হামলা বন্দুক হামলা চালিয়েছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। এ সময় সেই হত্যাযজ্ঞ ফেসবুকে লাইভস্ট্রিম করেন সেই হামলাকারী। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা সাইটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড