• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানে পাঁচ দিনে সাড়ে তিন লাখ আইফোন বন্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০১৯, ১৪:২৮
আইফোন শোরুম
ইরানে ক্রেতাশূন্য আইফোনের শোরুম। (ছবিসূত্র : বিজিআর)

ইরানে আইওএস সিস্টেম ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো স্টোর থেকে নামানো অনলাইন ব্যাংক সেবা, রাইড শেয়ারিং এবং খাদ্য সরবরাহসহ বেশ কিছু অ্যাপে প্রবেশ করতে পারছেন না। মূলত এ কারণে গত পাঁচ দিনে প্রায় সাড়ে তিন লাখের বেশি আইফোন বন্ধ হয়ে গেছে। খবর পার্স টুডে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে অ্যাপল অ্যাপ স্টোর কপিরাইট ও প্রাইভেসি পলিসি হিসেবে ইরানে এন্টারপ্রাইজভিত্তিক প্রোগ্রামগুলো ইতোমধ্যে বন্ধ করে দিয়েছে অ্যাপল। মূলত এসব অ্যাপের মধ্যে ইরানি অনলাইন ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট, রাইড শেয়ারিং এবং ফুড ডেলিভারির মতো সেবাগুলো অন্তর্ভুক্ত ছিল।

দেশটির তথ্য ও যোগাযোগ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ জাবেদ আজারি জাহরোমি বলেন, ‘চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে প্রতিদিন গড়ে প্রায় ৭০ হাজারের বেশি আইফোন বন্ধ হয়েছে। যার মধ্যে গত পাঁচ দিনে এর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।’

জাহরোমি আরও বলেছেন, ‘ইরানের কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির পরিসংখ্যান অনুযায়ী- অ্যাপলের এই নিষেধাজ্ঞা আরোপের আগে ইরানে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার আইফোন নিবন্ধিত হতো।’

এদিকে এত সংখ্যক আইফোন বন্ধের ফলে খুব শিগগিরই ইরানে এ সব সেবার উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মূলত এর মাধ্যমে ইরানে অ্যাপলের বাজার হারানোর বিষয়টিও উঠে এসেছে।

আরও পড়ুন :- ভারতের মোদীর বিরুদ্ধে ব্রিটেনে গ্রেফতারি পরোয়ানা

অপরদিকে ইরানের তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের প্রধান আমির নাজেমি মোট তিনটি বিষয়কে ইরানের এই আইওএস অ্যাপ অপসারণের প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বলেন, ‘ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, এন্টারপ্রাইজ ডেভেলপার সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যাপলের নীতি পরিবর্তন এবং সম্প্রতি প্রকাশিত ইরানি স্টার্টঅ্যাপের তালিকাই হচ্ছে এসবের জন্য দায়ী।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড