• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার লন্ডনে মুসল্লির ওপর দুর্বৃত্তদের হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ ২০১৯, ১১:৪৩
মুসল্লির গাড়িতে হামলা
পূর্ব লন্ডনের মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় মুসল্লির গাড়িতে হামলা চালাচ্ছেন দুর্বৃত্ত। (ছবিসূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের পৃথক মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই এবার লন্ডনে এক মুসল্লির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ মার্চ) পূর্ব লন্ডনের একটি মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক মুসল্লির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায় অজ্ঞাত তিন যুবক। যদিও এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টর।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় মসজিদে আসা সকল মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকেন তারা। পরে সেই মুসল্লি নামাজ শেষে গাড়িতে করে চলে যেতে থাকলে তার গাড়ির ওপরও হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হামলাকারীদের কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে প্রত্যক্ষদর্শীদের মতে, এ দিন মসজিদে নামাজ শেষে বাসায় ফেরার সময় এক মুসল্লির ওপর বেশ কয়েকজন লোক এসে হাতুড়ি দিয়ে হামলা চালাতে থাকে। এ সময় তারা মুসল্লিদের সন্ত্রাসী বলেও চিৎকার করতে থাকেন।

এর আগে একইদিন স্থানীয় সময় দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের পৃথক মসজিদে জুম্মার নামাজরত মুসুল্লিদের ওপর আচমকা হামলা চালায় এক সশস্ত্র বন্দুকধারী। সে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। তাছাড়া এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আরও কমপক্ষে ৪৮ মুসল্লি।

আরও পড়ুন :-

লিনউড মসজিদে খাদেমের কারণেই বেঁচে গেল বহু প্রাণ

উল্লেখ্য, বর্তমানে ক্রাইস্টচার্চে ব্যাপক নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে এবং গোটা দেশের সকল মসজিদসহ শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। তাছাড়া এরইমধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ নিহতদের মধ্যে তাদের নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে।

যাদের মধ্যে তিন বাংলাদেশিও আছেন। এর মধ্যে ড. আব্দুস সামাদ নামে একজন অধ্যাপক রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত হামলার শিকার ‘মসজিদে নুর’-এর মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড