• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চ হামলায় ৩ বাংলাদেশির মৃত্যু, এখনো নিখোঁজ ২ 

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ ২০১৯, ১৪:০২
ক্রাইস্টচার্চে হামলা
ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় হতাহতদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কর্মীরা। (ছবিসূত্র : কেএমইজি)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৪৯ জনের মধ্যে অন্তত তিন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাছাড়া এতে এখনো নিখোঁজ রয়েছেন দুই জন।

শুক্রবার (১৫ মার্চ) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই বন্দুক হামলায় বাংলাদেশিদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

নিউজিল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অনারারী কনসাল শফিকুর রহমান ভুঁইয়া বিবিসি বাংলাকে বলেন, ‘দুইজন বাংলাদেশির পরিচয় সম্পর্কে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। তাদের মধ্যে একজন ড. আবদুস সামাদ। যিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন শিক্ষক। নিহত ড. সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষকও ছিলেন। আর অপরজন হচ্ছেন মিসেস হোসনে আরা। নিহত এই নারী হচ্ছেন পেশায় একজন গৃহবধূ।’

বাংলাদেশ দূতাবাসের এ কর্মকর্তা আরও বলেছেন, ‘মসজিদে এই ভয়াবহ হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচ বাংলাদেশি হতাহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাছাড়া, এই গোলাগুলির ঘটনার এখনো আরও দুইজন নিখোঁজ রয়েছেন। যদিও বাকি একজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।’

আরও পড়ুন :-

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর শোক

দূতাবাস কর্মকর্তা শফিকুর রহমান ভুঁইয়া এও উল্লেখ করেছেন, ‘নিখোঁজদের মধ্যে একজন ড. আবদুস সামাদের স্ত্রী। যিনি স্থানীয় আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে অনেক মুসলমানদের সঙ্গে এসে জড়ো হয়েছিলেন।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে, মসজিদে এই ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অসংখ্য লোক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড