• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর শোক

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ মার্চ ২০১৯, ১৩:৩৩
ক্রাইস্টচার্চের মসজিদে হামলা
ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় হতাহতদের উদ্ধারের দৃশ্য এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন। (ছবি : সম্পাদিত)

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন বলেছেন, ‘ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে আল-নূর মসজিদে নিহত হয়েছেন ৩০ জন, আর বাকি ১৯ জন লিনউড মসজিদে।’

শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ এবং পার্শ্ববর্তী লিনউড মসজিদে বন্দুকধারীরা এ হামলাটি চালায়। পরবর্তীতে ওয়েলিংটন থেকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ হামলার বিষয়টি নিশ্চিত করে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

ভয়াবহ এই হামলাটিকে একটি সন্ত্রাসী হামলা উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘ভয়াবহ এই হামলায় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন।’

প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন শোক প্রকাশ করে আরও বলেছেন, ‘এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি এবং দয়ালু বলেই আমাদের লক্ষ্য বস্তু করা হয়েছে। আমরা একাধিক জায়গায় চলমান হামলার ঘটনা মোকাবেলা করছি।’

এদিকে ক্রাইস্টচার্চের পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, ‘ক্রাইস্টচার্চে এই দুই মসজিদে হামলার ঘটনায় তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন :-

ক্রাইস্টচার্চ হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত পাঁচ, এখনো নিখোঁজ দুই

অপরদিকে হামলার বিবরণ দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ‘আমি টয়লেটের দরজা খুলতে শুরু করলাম এবং হামলাকারীরা তখনই গুলি চালাতে শুরু করে। আমি বললাম 'কি চলছে এসব' এবং তারা শুধু গুলি চালাচ্ছে শুধু গুলি আর গুলি।’

হামলার এই প্রত্যক্ষদর্শী আরও বলেন, ‘তখন হামলাকারীদের বলতে শুনেছি, আমি জানালা ভেঙে ফেলেছি এবং গুলি চালিয়ে যাচ্ছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড