• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

১৭ মিনিটের লাইভে এসে হামলা চালায় হামলাকারী

  অধিকার ডেস্ক    ১৫ মার্চ ২০১৯, ১০:৫১

ক্রাইস্টচার্চ
ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী (ছবি: নিউজিল্যান্ড হেরাল্ড)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ঢুকে ১৭ মিনিটের লাইভে এসে সরাসরি হামলার দৃশ্য দেখায় হামলাকারী।

হামলাকারী ভিডিওতে নিজের নাম ব্রেন্টন ট্যারেন্ট (২৭) বলে জানিয়েছে। নিজেকে সে অস্ট্রেলিয়ার অধিবাসী বলে পরিচয় দিয়েছে।

ক্যানটারবেরী পুলিশ জানিয়েছে, ব্রেন্টনের করা ভিডিও ফুটেজটি সামাজিক মিডিয়া থেকে ইতোমধ্যেই সরানো হয়েছে। ক্রাইস্টচার্চের এই ভিডিওটি নিয়ে পুলিশ বেশ কঠিন ভাবেই জানিয়েছে এটি সামাজিক মাধ্যমে শেয়ার করা হবে না।

ভিডিওতে দেখা যায়, ডিনস এভেতে আল নূর মসজিদের পাশে গাড়ি পার্ক করে হামলাকারী মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।

হামলা

হামলাকারী মসজিদের দুয়ার থেকে গুলি চালাতে চালাতে প্রবেশ করে (ছবি: নিউজিল্যান্ড হেরাল্ড)

নিজেকে অস্ত্রে সজ্জিত করে, সম্পূর্ণ প্রস্তুত হয়ে বন্দুক হাতে হামলাকারী মসজিদের ভিতরে প্রবেশ করে। সেখানে শুরুতেই মসজিদের দরজায় একজনকে দেখার সাথে সাথেই গুলি করে সে।

হামলা

হামলাকারীর গাড়ির ভিতরের দৃশ্য (ছবি : নিউজিল্যান্ড হেরাল্ড)

হামলাকারীর সাথে প্রচুর পরিমানে গুলি ছিল। সে ভিতরে ঢুকে বন্দুক লোড করে গুলি চালানো অব্যাহত রাখে। মাত্র তিন মিনিটের হামলার পর সে মসজিদ থেকে বের হয়ে আসে। ঘটোনার পরপরই দ্রুত সেখান থেকে গাড়ি করে পালিয়ে যায় সে।

এ ঘটনায় অন্তত ২৭ ব্যক্তি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কেন এই হামলা করা হয়েছে সেই বিষয়ে এখনও সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সময় সেখানে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তারা সকলেই নিরাপদে আছেন।

তথ্যসূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড