• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রিটিশ পার্লামেন্টের রায়, এখনই নয় ব্রেক্সিট

  অধিকার ডেস্ক    ১৫ মার্চ ২০১৯, ০২:৫৪

ব্রিটিশ পার্লামেন্ট
ব্রিটিশ পার্লামেন্ট। (ছবি : সংগৃহীত)

ব্রিটিশ এমপিরা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের বিচ্ছেদ (ব্রেক্সিট) বিলম্বিত করার পক্ষে ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) হওয়া ভোটাভুটিতে ইইউ এখনই না ছাড়ার পক্ষে রায় দিয়েছেন ৪১৩ জন এমপি। বিপক্ষে ভোট দিয়েছেন ২০২ জন। যার ফলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেন হয়তো বেরিয়ে যাচ্ছে না।

গত মঙ্গলবার (১২ মার্চ) সমঝোতার ভিত্তিতে ইইউয়ের সঙ্গে বিচ্ছেদ কার্যকর করতে প্রধানমন্ত্রী থেরেসা মে যে চুক্তি সম্পাদন করেছেন, ব্রিটিশ এমপিরা সেটি আবারও প্রত্যাখ্যান করেন। এরপর বুধবার কোনও ধরনের চুক্তি ছাড়া ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তাব নাকচ করে দেন ব্রিটিশ এমপিরা। ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে ৩১২ জন সংসদ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। পক্ষে ভোট দেন ৩০৮ জন।

যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য আরও সময় নেওয়া হবে কি না, এ নিয়ে বৃহস্পতিবার ভোট দিলেন এমপিরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড