• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় অবৈধ ২২ বাংলাদেশি আটক

  অধিকার ডেস্ক    ০১ মার্চ ২০১৯, ১৩:১৭

বাংলাদেশি
মালয়েশিয়ায় আটক বাংলাদেশি (ছবি: সংগৃহীত)

মালয়েশিয়ার মালাকায় অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। অভিযানে ২২ বাংলাদেশিসহ ৩১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) মালয়েশিয়ার মালাকায় ভোর ৫টার দিকে ডুরিয়ান টুংগাল, সুংগায় পাতুত এবং বুকিত কাতিলের শুরু হওয়া অভিযানে আটক করা হয় ২৩০ জন বিভিন্ন দেশের অভিবাসীকে।

আটকদের মধ্যে ২২ বাংলাদেশিসহ ৯ ইন্দোনেশীয় ব্যক্তি রয়েছেন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন, ১৯৬৩, ধারা ৬ (১) (গ) এবং ধারায় ১৫ (১) (গ) গ্রেফতার দেখানো হয়েছে।

এ দিকে অবৈধ অভিবাসীদের গ্রেফতার চলমান থাকায় আটক হচ্ছেন বৈধ বাংলাদেশিরাও। নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্য কাজের মধ্যেই আটক হতে হচ্ছে তাদের।

মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, যে মালিকের নামে ভিসা করা হয়েছে, তার অধীনেই কাজ করতে হবে, অন্যথায় তাদের অবৈধ হিসেবে গণ্য করা হবে। এ নিয়ম না মেনে অন্যের অধীনে কাজ করলে জেলে প্রেরণ করা হবে।

এ প্রসঙ্গে ইমিগ্রেশনের অফিসার নার আজমান ইব্রাহিম বলেন, ‘চাকরির শর্ত লঙ্ঘন করায় কয়েকজন মালিককেও আটক করা হয়েছে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড