• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডের শিকার বহুতল ভবন। (ছবি : দ্য হেড টপিকস)

মালয়েশিয়ায় ইপু-পেরাক অঞ্চলের এক বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশিসহ অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে দুইজন।

উদ্ধার কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে বহুতল সেই ভবনটিতে লাগা আগুনের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে ভবনে থাকা বাসিন্দারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। আর সে সময় আচমকা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত প্রচণ্ড ধোঁয়ার কারণে হওয়া শ্বাসকষ্টে একসঙ্গে এতো লোকের মৃত্যু হয়।

এদিকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ সাইদন বলেন, ‘এদিন ভোর ৫টা ৪৯ মিনিটের দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তখন দীর্ঘক্ষণ চেষ্টার পর আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

তিনি আরও বলেন, ‘তখন আমরা সেই ছয়টি মরদেহ দেখতে পাই। এ সময় বাকি হতাহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।’

অপরদিকে পেরাকের ডেপুটি ওসিপিডি সদর মো. নর্দন আব্দুল্লাহ জানান, আটতলা বিশিষ্ট সেই ভবনটির পূর্ব দিকে একটি অফিস ব্লক ছিল। আগুন অনেক সময় যাবত জ্বললেও তা সেই অফিস ব্লকে যেতে পারেনি। তবে এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্তে মাঠে নেমেছে প্রশাসন।’

উল্লেখ্য, এতে নিহতরা হলেন- নিউ ইয়েনথী ট্র্যাং (১৯), স্থানীয় তাই চেই কিন (৩৭), লাউ ওয়াই হুং (৩৬), দুই ভিয়েতনামি নারী নুগু ইয়েন থী থু ডুং (২১)। তাছাড়া নিহত ২৭ বছর বয়সী বাংলাদেশির নাম জহিরুল ইসলাম বলে জানা যায়।

যদিও নিহত অপরজন এবং গুরুতর আহত দুই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী পেরাকের রাজা পারমাসুরি বাইনুন হাসপাতাল মর্গে রাখা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড