• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জরুরি অবস্থা থামাতে ট্রাম্পের বিরুদ্ধে ১৬ রাজ্যের মামলা

  অধিকার ডেস্ক    ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্য। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত আটকে দিতে নেয়া হয়েছে এ উদ্যোগ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলাটি দায়ের করা হয়। 'রয়টার্স'

২০১৮ সালের ডিসেম্বরে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্পের চাহিদা মাফিক অর্থ দেওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় আংশিক শাটডাউনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ১‌৫ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারি ৩৫ দিনের সে শাটডাউনের অবসান হয়। নতুন করে অচলাবস্থা এড়াতে ১৪ ফেব্রুয়ারি প্রতিনিধি পরিষদ আবারও বাজেট অনুমোদন দেয়। তবে এক্ষেত্রে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পকে সীমিত বরাদ্দ দেওয়া হয়। ট্রাম্প ঘোষণা দেন, যেকোনোভাবেই হোক দেয়াল নির্মাণ করা হবে।

তবে, কংগ্রেসকে পাশ কাটিয়ে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ পেতে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। জরুরি অবস্থা জারির ফলে সামরিক কিংবা দুর্যোগ খাতের মতো বিভিন্ন খাত থেকে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিতে পারবেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার (১৮ ফেব্রুয়ারি) মামলা করে যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার নেতৃত্বে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়াতে এ মামলা হয়। অঙ্গরাজ্যগুলো হলো-কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়ার, হাওয়াই, ইলিনয়, মেইন, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নেভাদা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, ওরিগন, ভার্জিনিয়া ও মিশিগান ও ক্যালিফোর্নিয়া।

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা ও অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরা এক বিবৃতিতে বলেন, 'আজ প্রেসিডেন্ট দিবসে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আদালতে নিয়ে যাচ্ছি যেন তিনি তার ক্ষমতার অপব্যবহার না করতে পারেন। কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্প যেন একতরফাভাবে কর পরিশোধকারীদের তহবিল ছিনিয়ে নিতে না পারেন তা নিশ্চিত করতে আমরা তার বিরুদ্ধে মামলা করছি।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে স্থায়ী দেয়াল নির্মাণ ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। নির্মাণ কাজ শুরু করতে চলতি বছর কংগ্রেসের কাছে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার চেয়েছিলেন তিনি। তবে সে টাকা দিতে সম্মত না হওয়ায় কংগ্রেসেরে অনুমোদন দেওয়া অস্থায়ী বাজেট বরাদ্দে স্বাক্ষর করেননি ট্রাম্প।

আর সেকারণেই মার্কিন ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনব্যাপী অচল হয়ে থাকে কেন্দ্রীয় সরকারের একাংশ। সর্বশেষ অস্থায়ী বাজেটে স্বাক্ষর করে সরকার সচল রাখলেও তাতে দাবিকৃত অর্থ বরাদ্দ না পেয়ে জরুরি অবস্থা ঘোষণার পথেই হাঁটেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড