• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিম্বাবুয়ের স্বর্ণখনি থেকে ২৪টি মৃতদেহ উদ্ধার (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৩
জিম্বাবুয়ের স্বর্ণখনি
জিম্বাবুয়ের স্বর্ণখনি থেকে হতাহতদের উদ্ধার করছেন কর্মীরা। (ছবি : সম্পাদিত)

জিম্বাবুয়ের পশ্চিমাঞ্চলীয় মেসোনাল্যান্ড প্রদেশের এক স্বর্ণখনি থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৪ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ সময় স্বর্ণখনির পৃথক খাদ থেকে কমপক্ষে ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার কর্মকর্তাদের মতে, খনিটির ভেতরে এখনও বেশ কয়েকজন আটক অবস্থায় থাকতে পারে। কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এসব শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।

এসব শ্রমিকের মৃতদেহ উদ্ধারের বিষয়ে স্থানীয় সরকার, গণপূর্ত এবং জাতীয় গৃহায়নবিষয়ক মন্ত্রী জুলাই মোয়ো বলছেন, ‘গত সপ্তাহের মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে রাজধানী হারারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই স্বর্ণখনিটির বাঁধ ভেঙে প্রায় ৪০ মিটার গভীর খাদে পড়ে যায়। মূলত এ কারণে এই এত সংখ্যক লোকের হতাহতের ঘটনা ঘটেছে।’

দেশটির সরকারের এ মন্ত্রী আরও বলেন, ‘পরে রাজ্যের উদ্ধার কর্মীরা ভয়াবহ এ দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে এই উদ্ধারকাজ শুরু করেন।’

যদিও গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অন্য এক বিবৃতিতে মোয়ো বলেছিলেন, ‘গত রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই এলাকা প্লাবিত পুরোপুরি হয়ে গেছে। তাই কর্মীদের এই উদ্ধারকাজ সাময়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সেখানে আটকে পড়া জীবিতদের উদ্ধারের আশা অনেকটা ক্ষীণ হয়ে আসছে।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া ভয়াবহ এ ঘটনাকে ইতোমধ্যে দেশের ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড