• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচন এক সপ্তাহ পেছালো কমিশন

২২ শিশুসহ নির্বাচনের আগের দিনের গুলিতে নাইজেরিয়ায় নিহত ৬৬

  অধিকার ডেস্ক    ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৪

নাইজেরিয়া সংকট
ছবি : সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়াতে নির্বাচনের ঠিক আগের দিন শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে দুটি সম্প্রদায়ের ওপর বন্দুকধারীদের হামলায় ৬৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।' 'আল-জাজিরা'

'প্রদেশের মারো গিদা ও কাজুরুর ইরিতে অপরাধীদের হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৬৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ' বলে জানায় কাদুনা গর্ভনরের একজন মুখপাত্র। তিনি বলেন, নিহতদের মধ্যে ২২ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন। এছাড়া আহতাবস্থায় উদ্ধার করা চারজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। ওই হামলার পর প্রদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।'

ভোটগ্রহণ শুরুর কয়েকঘন্টা পূর্বেই নাইজেরিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান নির্বাচন এক সপ্তাহ পিছানোর ঘোষণা দেয়। শনিবার ভোটগ্রহণের আগে প্রত্যুষে স্বাধীন নির্বাচন কমিশনার মাহমুদ ইয়াকুবু সাংবাদিকদের জানান, 'একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে ভোটগ্রহণ পেছানো হয়েছে।' 'রয়টার্স'

কাতারভিত্তিক গণমাধ্যম 'আল-জাজিরা' কাদুনার বাসিন্দা আব্দুলকাদির ইনুওয়াকে উদ্ধৃত করে জানায়, আমি আশা করি নিরাপত্তা বাহিনী তাদের পরিকল্পনা আরও জোরদার করবে এবং আর যাতে কোনও প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করবে। বিশেষ করে নির্বাচনের সময় উত্তেজনা কমাতে কাজ করবে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড