• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দায় স্বীকার জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদের

জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা, নিহত ৩০

৩৫০ কেজি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়

  অধিকার ডেস্ক    ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৯

জুম্মু-কাশ্মির
পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ঢুকে পড়ে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোঝাই একটি গাড়ি বিস্ফোরণ ঘটে যাকে কর্তৃপক্ষ আত্মঘাতী হামলাই বলছে। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীর জঙ্গি হামলায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে।। সংবাদ সংস্থা 'পিটিআই' সূত্রে খবর, ওই ঘটনায় অন্তত ৩০ জন জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০ জন। যার মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর। 'আনন্দবাজার'

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে ঢুকে পড়ে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোঝাই একটি গাড়ি। স্বরাষ্ট্রদপ্তর সূত্রে খবর, ওই গাড়িতে অন্তত ৩৫০ কেজি বিস্ফোরক ছিল।

পুলিশ জানায়, পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগর এগোচ্ছিল সিআরপিএফ-এর ৫০টি গাড়ির কনভয়। পথে গোরিপোরার কাছে আইইডি বোঝাই এসইউভি নিয়ে জওয়ানদের বাসে ধাক্কা মারে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলিও চালায় বলে দাবি পুলিশের। আত্মঘাতী বিস্ফোরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না উপত্যকার পুলিশ প্রধান দিলবাগ সিংহ।

সর্বদা কড়া নিরাপত্তার চাঁদরে ঢাকা শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে-তেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ দিন বিস্ফোরণের সময়ও রাস্তায় টহল দিচ্ছিল সিআরপিএফ, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনার একটি বাহিনী। তাদের নজর এড়িয়ে কীভাবে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এই ঘটনা ঘটাল জঙ্গিরা, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ছবি : সংগৃহীত

পুলওয়ামার সিআরপিএফ কর্মীদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক বলে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,'আমি দৃঢ়ভাবে এই কাপুধ়ষোচিত হামলার নিন্দা জানাই। আমাদের সাহসী নিরাপত্তা কর্মীদের উত্সর্গীকৃত জীবনকে বৃথা যেতে দেয়া হবে না। সাহসী শহীদদের পরিবারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো জাতি দাঁড়িয়ে আছে। আহতরা দ্রুতই সুস্থ হয়ে উঠুক।'

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও হামলার নিন্দা জানিয়ে টুইট করেন। তিনি বলেন, 'আমি জুম্মু-কাশ্মিরের সিআরপিএফের গাড়িবহরে কাপুরোষোচিত হামলায় গভীরভাবে শোকাহত। এতে আমাদের অনেক সাহসী সিআরপিএফ সদস্য শহীদ হয়েছেন এবং বিপুল সংখ্যক আহত হয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য আমি প্রার্থনা করি।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড