• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইসরায়েল বিরোধী মন্তব্য, ক্ষমা চাইলেন মার্কিন মুসলিম কংগ্রেসওম্যান

  অধিকার ডেস্ক    ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৭

ইলহান ওমর
যুক্তরাষ্ট্রের মিউজিক্যাল ইমোজি নোট প্রসঙ্গে ইলহান ওমর বলেন, 'এগুলো সবই বেঞ্জামিনের সন্তান'। ছবি : সংগৃহীত

ইসরায়েল বিরোধী বক্তব্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম নারী কংগ্রেস সদস্য ইলহান ওমর ক্ষমা চেয়েছেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) তিনি ‘দ্ব্যর্থহীনভাবে’ এই ক্ষমা চান। ইসরায়েলের সমালোচনা করে ওমর বলেছিলেন, ইসরায়েলপন্থি লবি গ্রুপের কাছ থেকে অর্থ নিয়ে যুক্তরাষ্ট্র তেল আবিবকে সমর্থন দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী কংগ্রেস সদস্যদের একজন ইলহান ওমর। মাত্র চার বছর বয়সে কেনিয়ার একটি শরণার্থী শিবিরে ছিলেন তিনি। পরে শরণার্থী হিসেবে নিজ দেশ সোমালিয়া থেকে যুক্তরাষ্ট্র গিয়ে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। মার্কিন কংগ্রেসে প্রথম কোনো হিজাব পরিহিত সদস্যও তিনি।

মার্কিন প্রদেশ মিনেসোটার এই কংগ্রেস সদস্য ইসরায়েলের বিরুদ্ধে তার অবস্থানের জন্য কয়েক সপ্তাহ ধরেই সমালোচিত হচ্ছিলেন। কিন্তু শনিবার (৯ ফেব্রুয়ারি) রাতে তিনি টুইটারে রিপাবলিকান দলের এক সমালোচকের জবাব দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। যুক্তরাষ্ট্রের মিউজিক্যাল ইমোজি নোট প্রসঙ্গে ইলহান ওমর বলেন, 'এগুলো সবই বেঞ্জামিনের সন্তান।'

ছবি : সংগৃহীত

মার্কিন রাজনীতিকদের ইসরায়েলকে সমর্থন দিতে কে বা কোন সংস্থা উদ্বুধ করে বলে ওমর বিশ্বাস করেন- এক টুইটার ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে সাবেক এই সোমালি শরণার্থী বলেন, 'এআইপিএসি!' (আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি)। এর ফলে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি এক টুইট বার্তায় ওমরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া ও অবিলম্বে তার এই ‘ইহুদি বিরোধী বক্তব্যের’ জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।

ইলহান ওমর ক্ষমা প্রার্থনা করে এক বিবৃতিতে স্বীকার করেন যে, ইহুদি বিরোধিতা একটি 'বাস্তবতা'। তিনি এই ইহুদি বিরোধিতার ব্যাপারে দুঃখজনক ইতিহাস শিক্ষা দেওয়ার জন্য তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি চাই অন্যরা যখন আমরা মুসলিম পরিচয়ের জন্য আমাকে সমালোচনা করে তখন যেন মানুষ আমার কথা শুনে। আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। এজন্যই আমি দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাইছি।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড