• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিউবায় আঘাত হানল শক্তিশালী ঘূর্ণিঝড়

  অধিকার ডেস্ক    ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৫৫

ঝড়
ঝড়ের আঘাতে বিধ্বস্ত একটি বাড়ি (ছবি- সিএনএন)

শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে কিউবার রাজধানী হাভানায়। এতে প্রাণ হারিয়েছেন তিন জন, আহত হয়েছেন অন্তত ১৭২ জন। বিধ্বস্ত হয়েছে অনেক বাড়ি ঘর। জারি করা হয়েছে জরুরি অবস্থা।

সোমবার (২৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

এতে বলা হয়, রবিবার স্থানীয় সময় মধ্যরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। যার গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও অধিক। এতে লণ্ডভণ্ড হয়ে যায় অনেক বাড়ি। সড়কে উপড়ে পড়ে আশপাশের গাছ ও বিদ্যুতের ল্যাম্পপোস্ট।

সড়কে ঝড়ের তাণ্ডব (ছবি- সিএনএন)

এদিকে সোমবার দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ এক টুইট বার্তায় বলেন, ঘূর্ণিঝড়ের কারণে রাজধানীর অনেক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করে উদ্ধার কাজ চালাচ্ছেন।

ঝড়ের কবলে পড়া দেশটির জনপ্রিয় অভিনেতা লুইস সিলভা ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলাম। আমার সামনে ঝড়ের আঘাতে গাছ উপড়ে পড়তে দেখলাম। প্রচণ্ড বাতাস, ভয়ঙ্কর অভিজ্ঞতা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড