• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে আমিরাত

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০১৯, ১৫:৩৫
পরমাণু চুল্লি
পারমাণবিক চুল্লি। (ছবিসূত্র : বিয়ন্ড নিউক্লিয়ার)

আরব দেশগুলোতে বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। এবার সে লক্ষ্যে অন্তত চারটি পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যা বর্তমানে নির্মাণাধীন অবস্থাতে আছে।

রবিবার (২৭ জানুয়ারি) ইরানের পরমাণু বিশেষজ্ঞ আকবর সালেহির দেওয়া সাক্ষাৎকারের বরাতে করা প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সাক্ষাৎকারে ইরানের পরমাণু বিশেষজ্ঞ বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে ইরান প্রস্তুত, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর। সম্প্রতি আরব দেশগুলো পরমাণু চুল্লি স্থাপন করেছে। সেসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে।’

সে সময় পরমাণু চুল্লির নিরাপত্তার গুরুত্বারোপ করে আকবর সালেহি আরও বলছেন, ‘এ পারমাণবিক চুল্লিগুলোর অবস্থান কুয়েত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর পারমাণবিক চুল্লির নিরাপত্তার জন্য এক টেকনিক্যাল কমিটিকে প্রস্তাব দিয়েছে ইরান। আমরা পারমাণবিক চুল্লিগুলোকে প্রযুক্তিগতভাবে বসিয়ে দেব।’

আরও পড়ুন :

ভাঙছে পাকিস্তান, সৃষ্টি হচ্ছে আরেকটি বাংলাদেশ? (ভিডিও)

সংকট নিরসনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে মাদুরোর নির্দেশ

তিনি আরও বলেন, ‘ইরানি এবং বিদেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’

উল্লেখ্য, বর্তমানে আরব দেশগুলোতে পরমাণু অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। আর যার প্রেক্ষিতে এবার পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আবর দেশগুলোতেও পরমাণু অস্ত্র তৈরির এক প্রতিযোগিতা শুরু হয়েছে। এবার এর অংশ হিসেবে এই পরমাণু চুল্লি তৈরির পথে নেমেছে আমিরাত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড