• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভেনেজুয়েলার বিরোধী নেতাকে প্রেসিডেন্টের স্বীকৃতি দিল ইসরায়েল (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি ২০১৯, ১০:১৩
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো। (ছবিসূত্র : এক্সসিওস)

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে সমর্থন জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

রবিবার (২৭ জানুয়ারি) নিজ কার্যালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় গুইদোকে স্বীকৃতি প্রদান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দ্য টাইমস অফ ইসরায়েল।

নেতানিয়াহু তার ভিডিও বার্তায় বলেন, ‘ভেনেজুয়েলায় নতুন নেতার স্বীকৃতিতে যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে যোগ দিয়েছে ইসরায়েল।’

এ দিকে গত বুধবার (২৩ জানুয়ারি) প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী এক সমাবেশে নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন বিরোধী নেতা গুইদো।

মূলত এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরও বেশ কিছু দেশ তাকে স্বীকৃতি প্রদান করে।

আরও পড়ুন : মাদুরোকে আট দিনের আল্টিমেটাম দিয়েছে ইইউ

আরও পড়ুন : কঙ্গোতে অর্ধশতাধিক গণকবরের সন্ধান

অপরদিকে, রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধান মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, মাদুরো এবং তার পূর্বসূরি প্রয়াত হুগো শ্যাভেজ ছিলেন ইসরায়েলের কঠোর সমালোচক। ২০০৯ সালের শেষ দিকে শ্যাভেজ ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড