• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিতর্কিত মন্তব্যের দায়ে চীনে নিযুক্ত কানাডীয় রাষ্ট্রদূত বরখাস্ত

  আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি ২০১৯, ১৬:১৩
কানাডার রাষ্ট্রদূত
সদ্য বরখাস্ত চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত জন ম্যাককালাম। (ছবিসূত্র : দ্য স্টার জার্নাল)

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান নির্বাহী মেং ওয়াংঝুকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন।

কানাডীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতির বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

রাষ্ট্রদূত বরখাস্তের প্রসঙ্গে ট্রুডো তার বিবৃতিতে বলেন, ‘আমি জন ম্যাককালামকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছি। তবে এর বিস্তারিত পরে ব্যাখ্যা করা হবে।’

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে কানাডার পুলিশ মেং ওয়াংঝুকে আটক করার পর চীনের সঙ্গে কানাডা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে চরম উত্তেজনা দেখা দেয়।

পরে গত মঙ্গলবার (২২ জানুয়ারি) প্রথম ম্যাককালাম এ প্রসঙ্গে এক বক্তব্য দিয়ে সর্বত্র বিতর্কের সৃষ্টি করে। তার সেই বক্তব্য হলো, ‘আমি ওয়াংঝুকে গ্রেফতার ও তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়টিকে আইনের দৃষ্টিতে অত্যন্ত নড়বড়ে বলে মনে করি।’

যদিও পরের দিন তিনি তার সেই বক্তব্যকে সম্পূর্ণ ভুল আখ্যা দিয়ে এর ফলে সৃষ্ট ‘দ্বিধাদ্বন্দ্ব’ তৈরি হওয়ায় জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড