• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়াল নিয়ে হামলা, এক নারীর ৯ বছরের জেল

  অধিকার ডেস্ক    ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৫২

কুড়াল
ছবি : সংগৃহীত

একজন নারী কুড়াল হাতে ঢুকে গেল একটি দোকানে। তারপর দোকানে থাকা দুজনের ওপর হামলা চালান। অস্ট্রেলিয়ার সিডনিতে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৭ সালের জানুয়ারিতে সিডনির ৭-এলিভেনে ইভি আমাতি (২৬) নামের ওই নারী হঠাৎ হামলা চালান। এতে এক পুরুষ ও এক নারী গুরুতর আহত হন। তিনি দোকানের ভেতরে থাকা এক ক্রেতার ওপরও হামলা করার চেষ্টা করেন। সৌভাগ্যক্রমে তিনি কোনো আঘাত পাননি।

গত বছরের এক শুনানিতে জানা যায় যে আমাতি মানসিকভাবে অসুস্থ ছিলেন না। তাই তিনি আদালতে যে যুক্তি দেখিয়েছেন তা প্রত্যাখ্যান করা হয়।

শুক্রবার (১৮ জানুয়ারি) এক শুনানিতে ওই হামলার ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে দোষী সে নারীকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ বিষয়ে বিচারপতি মার্ক উইলিয়াম বলেন, হামলার শিকার হওয়া প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা ছিল। কেবল ভাগ্যের জোরে বেঁচে গেছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড